এপিবিএনের অভিযানে ৯ হাজার ইয়াবাসহ একজন গ্রেফতার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৯, ২৬ অক্টোবর ২০২৫
কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে ৯ হাজার ২৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে উখিয়ার লম্বাশিয়া এলাকায় তার বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) কৃষ্ণ লাল ঘোষ।
এপিবিএন সূত্রে জানা গেছে, আনোয়ার ইসলামের টিনসেট ঘরের উত্তর-পূর্ব কোণের একটি কক্ষে তল্লাশি চালিয়ে কালো পলিথিনের ভেতরে রাখা নীল জিপার ব্যাগ থেকে ৩,২৫৬ পিস এবং সাদা পলিথিনে টেপে মোড়ানো তিনটি প্যাকেট থেকে আরও ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার আনোয়ার ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক সমাজকালকে জানান, “ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”
