উখিয়ায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৮:২৮, ২৬ অক্টোবর ২০২৫
কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে মুন্নী আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক জানিয়েছেন।
নিহত হলো উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের বক্তাতলী গ্রামের ওবায়দুল হকের স্ত্রী বলে জানা গেছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের বক্তাতলী এলাকায় নিজ বসতবাড়িতে বিষপান করেন।পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
