সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

ছয়-সাত নম্বর ব্যাটারদের মধ্যে আমার ছক্কাই সবচেয়ে কম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯:৪০, ২৬ অক্টোবর ২০২৫

ছয়-সাত নম্বর ব্যাটারদের মধ্যে আমার ছক্কাই সবচেয়ে কম

টি–টোয়েন্টি ক্রিকেট মানেই ছক্কার ঝড়। একসময় এই সংস্করণে বাংলাদেশ ছিল তুলনামূলক দুর্বল, বিশেষ করে ছক্কা হাঁকানোর দিক থেকে। কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে টাইগারদের মানসিকতা ও ব্যাটিংয়ের ধরন। এখন অনেকেই নিয়মিত বড় ছক্কা মারছেন, আর এ নিয়েই সন্তুষ্ট দলের অধিনায়ক লিটন দাস।
আগামী সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
 তার আগের দিন সংবাদ সম্মেলনে লিটন বলেন,“দলে যত ক্রিকেটার আছে, ছয় থেকে সাত নম্বর পর্যন্ত যত ব্যাটার আছে, তাদের মধ্যে আমার ছয়ের সংখ্যা সবচেয়ে কম। দলের এখন বেশির ভাগ খেলোয়াড়ই বড় বড় ছয় মারতে পারেন। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক দিক। তবে ক্রিকেট শুধু ছয়ের খেলা নয়—যখন প্রয়োজন, তখন এক–দুই রানেও মনোযোগ দিতে হবে।”
লিটন আরও বলেন, আসন্ন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল এখন প্রস্তুতি পর্যায়ে। এই প্রস্তুতিতে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি। এই ম্যাচগুলোতে অনায়াস জয়ের চেয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান লিটন দাস।

তিনি বলেন,“সত্যি কথা বলতে, আমি চাই এই দুই সিরিজে খেলোয়াড়রা চ্যালেঞ্জের মুখে পড়ুক—ব্যাটিংয়ে বা বোলিংয়ে। যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো শিখব। আমি চাই, বোলাররা যেন চাপের মধ্যে বল করে, যাতে ভবিষ্যতে—বিশ্বকাপের সময়—এই অভিজ্ঞতা কাজে আসে।”
ওয়ানডেতে ধারাবাহিকতা না থাকলেও টি–টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স এখন তুলনামূলক ভালো। কেন এমন পার্থক্য? উত্তরে লিটন বলেন,“সংস্করণভেদে ক্রিকেটারের মানসিকতা ও আগ্রাসন বদলে যায়। উইকেটও অনেক সময় ভিন্ন আচরণ করে। আমাদের খেলোয়াড়রা এখন এই ফরম্যাটটা বোঝে, অনেক দিন ধরে খেলছে এবং সফলও হচ্ছে। তাই জানে, কীভাবে খেললে এখানে সফল হওয়া যাবে।”
বাংলাদেশের নতুন ধারার এই আক্রমণাত্মক টি–টোয়েন্টি ক্রিকেটে লিটনের মন্তব্য ইঙ্গিত দিচ্ছে—দল এখন শুধু ছক্কার ওপর নয়, কৌশলগত ব্যাটিংয়ের দিকেও সমান মনোযোগ দিচ্ছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’