এল ক্লাসিকো আজ রাতে মুখোমুখি রিয়াল–বার্সা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:১০, ২৬ অক্টোবর ২০২৫
স্প্যানিশ লা লিগার মর্যাদাপূর্ণ ম্যাচ এল ক্লাসিকো আজ রাতেই। সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল—রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মৌসুমের প্রথম ক্লাসিকোতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে মরিয়া দুই জায়ান্টই।
বার্সেলোনার জন্য ম্যাচের আগে দুশ্চিন্তার খবরই বেশি। ইনজুরির কারণে মাঠের বাইরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড রাফিনিয়া। হ্যামস্ট্রিং ইনজুরিতে পাঁচ ম্যাচ মিস করার পর অনুশীলনে ফিরলেও, অসুস্থতার কারণে আবারও বাদ পড়েছেন।
এর আগে চোটে ছিটকে গেছেন রবার্ট লেভানডোভস্কি, গাভি, দানি ওলমো ও হুয়ান গার্সিয়া। এমন অবস্থায় কোচ হান্সি ফ্লিকের জন্য ম্যাচটি হয়ে উঠেছে কঠিন পরীক্ষা। ডিফেন্ডার জুল কুন্দের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
ম্যাচের আগেই উত্তেজনা ছড়িয়েছেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। তিনি রিয়াল মাদ্রিদকে ‘ধোঁকাবাজ দল’ আখ্যা দিয়ে বলেন, “তারা কেবল অভিযোগ করতেই জানে।”
তার মন্তব্যে ক্লাসিকোর তাপমাত্রা বেড়েছে আরও কয়েক ডিগ্রি। তবে রিয়াল কোচ জাভি আলোনসো সংবাদ সম্মেলনে বিতর্ক এড়িয়ে সবাইকে মাঠের লড়াইয়েই মনোযোগ দিতে বলেছেন।
গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে একাধিক ম্যাচে হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার ঘরের মাঠে প্রতিশোধের লক্ষ্যেই মাঠে নামছে লস ব্লাংকোসরা।
অন্যদিকে ইনজুরি সংকট পেরিয়ে মর্যাদার এই লড়াইয়ে জয়ের আশায় ফ্লিকের বার্সা। তাই ক্লাসিকো মানেই শুধু তিন পয়েন্ট নয়, এটি গর্ব ও ঐতিহ্যের লড়াইও বটে।
ম্যাচ তথ্য
টুর্নামেন্ট: স্প্যানিশ লা লিগা
ম্যাচ: রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা
স্থান: সান্তিয়াগো বার্নাব্যু, মাদ্রিদ
সময়: আজ রাত (বাংলাদেশ সময় অনুযায়ী)
