ডিসেম্বরে তৃতীয় পর্ব
উপদেষ্টা ও কূটনৈতিকদের প্রীতি ফুটবল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৪২, ২৬ অক্টোবর ২০২৫
সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করতে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটবল ম্যাচ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে শনিবার অনুষ্ঠিত এই ম্যাচে ৩–০ গোলে জয় পেয়েছেন ঢাকাস্থ বিদেশি কূটনীতিকরা।
বিকাল ৫টায় মাঠে নামেন উপদেষ্টাদের দল—লাল জার্সিতে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
অন্যদিকে, নীল জার্সি পরে মাঠে নামেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। ম্যাচটি শুরু থেকে বেশ প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলার দ্বিতীয়ার্ধে পরপর তিনটি গোল করে জয় নিশ্চিত করে কূটনীতিকদের দল।
খেলা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,“আগে কূটনীতিকদের সঙ্গে খেলায় আমরা জিতেছিলাম। এবার তারা জয় পেয়েছে। কারণ আমরা এই ম্যাচটিকে খুব হালকাভাবে নিয়েছিলাম, কোনো অনুশীলনও করিনি। তৃতীয় ম্যাচ হবে ডিসেম্বরে।”
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যোগ করেন,“এটি আসলে একটি প্রীতি ম্যাচ, যার মাধ্যমে কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর ও বন্ধুত্বপূর্ণ করার সুযোগ তৈরি হয়।”
এই আয়োজনের মাধ্যমে খেলাধুলার মেলবন্ধনে নতুন মাত্রা যোগ হলো, যা ভবিষ্যতে কূটনৈতিক সৌহার্দ্য ও সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করবে।
