রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

জাপানি উদ্যোক্তা মিকি ওয়াতানাবে বাংলাদেশে ড্রাইভিং স্কুল গড়বেন

জাপানে চাকরি পাবেন দক্ষ চালকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:০৬, ২৬ অক্টোবর ২০২৫

জাপানে চাকরি পাবেন দক্ষ চালকরা

বাংলাদেশি চালকদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিতে এগিয়ে এলেন জাপানের প্রখ্যাত উদ্যোক্তা ও রাজনীতিক মিকি ওয়াতানাবে। তিনি ঘোষণা দিয়েছেন, শিগগিরই বাংলাদেশে একটি আধুনিক ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠা করবেন, যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ চালকরা জাপানে চাকরির সুযোগ পাবেন।

শনিবার সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন ওয়াতানাবে।

তিনি জানান, “আমরা প্রায় ২ হাজার বর্গমিটারের একটি জায়গা খুঁজছি ড্রাইভিং স্কুল স্থাপনের জন্য। জাপানে দক্ষ চালকের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশ এই চাহিদা পূরণে বড় ভূমিকা রাখতে পারে।”

প্রধান উপদেষ্টা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্কুল স্থাপনের জন্য ঢাকার উপকণ্ঠে উপযুক্ত জমি চিহ্নিতের নির্দেশ দেন।

? জাপানে ১ লাখ কর্মী নেওয়ার চুক্তির অংশ

এই বৈঠকটি ছিল অধ্যাপক ইউনূসের গত মে মাসে জাপান সফরের ধারাবাহিকতা, যেখানে জাপানি উদ্যোক্তারা বাংলাদেশের সঙ্গে আগামী পাঁচ বছরে ১ লাখ কর্মী নিয়োগের চুক্তি করেন।

ওয়াতানাবে জানান, তিনি ইতিমধ্যে মুন্সিগঞ্জের মনোহরদীতে একটি ভাষা প্রশিক্ষণ একাডেমি স্থাপন করেছেন, যেখানে এখন পর্যন্ত ৩ হাজার কর্মী প্রশিক্ষণের লক্ষ্যে কাজ চলছে। “ইতিমধ্যে ৫২ জন কর্মী জাপানে গেছেন নির্মাণ ও কৃষি খাতে কাজ করতে,” তিনি জানান।

? ইউনূসের জোর: শুধু ভাষা নয়, সংস্কৃতি শেখাও জরুরি

অধ্যাপক ইউনূস বলেন, “জাপানি শিষ্টাচার, সংস্কৃতি ও মূল্যবোধ শেখানোও প্রশিক্ষণের অংশ হওয়া উচিত। এতে করে বাংলাদেশি কর্মীরা জাপানে গিয়ে সহজে মানিয়ে নিতে পারবেন।”

তিনি ওয়াতানাবেকে পরিচর্যা, নার্সিং, নির্মাণ ও কৃষিখাতে আরও প্রশিক্ষণ কর্মসূচি চালু করার অনুরোধ জানান। ওয়াতানাবে এতে আগ্রহ প্রকাশ করে বলেন, “আমরা এগুলোও করতে চাই।”

? ঢাকায় নতুন প্রশিক্ষণ কেন্দ্রের পরিকল্পনা

জাপানি কোম্পানিগুলোর সফর সহজ করতে ওয়াতানাবে ঢাকা বা আশপাশে আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ইচ্ছা জানান।
এর প্রেক্ষিতে অধ্যাপক ইউনূস কর্মকর্তাদের নির্দেশ দেন অব্যবহৃত কোনো আইটি পার্ককে দ্রুত রূপান্তরযোগ্য প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করার ব্যবস্থা নিতে।

প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব শাজীব খায়রুল ইসলাম জানান, খুব শিগগিরই জাপানি বিনিয়োগকারীদের সম্ভাব্য আইটি পার্কগুলো পরিদর্শনে নেওয়া হবে।

? জাপানি ভাষা পরীক্ষার সংখ্যা বাড়ানোর আহ্বান

অধ্যাপক ইউনূস আরও বলেন, “বাংলাদেশে জাপানি ভাষা দক্ষতার পরীক্ষা বছরে মাত্র দু’বার হয়, যা বর্ধিত কর্মী চাহিদা পূরণে যথেষ্ট নয়। তাই পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে।”

? এক দশক আগের উদ্যোগের স্মৃতিচারণ

ওয়াতানাবে বৈঠকে স্মৃতিচারণ করেন যে, তিনি নারায়ণগঞ্জে এক দশক আগে অধ্যাপক ইউনূসের অনুপ্রেরণায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। “ওই স্কুলে এখন ১,৫০০ শিক্ষার্থী পড়ছে। তারা অসাধারণ কাজ করছে,” বলেন তিনি।

বৈঠকে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
জাপানের প্রখ্যাত উদ্যোক্তা মিকি ওয়াতানাবে বাংলাদেশে ড্রাইভিং স্কুল গড়ার ঘোষণা দিয়েছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি বলেন, জাপানে দক্ষ চালকের চাহিদা বাড়ছে।
 

Keywords: মিকি ওয়াতানাবে, জাপান, বাংলাদেশ, ড্রাইভিং স্কুল, কর্মসংস্থান, মুহাম্মদ ইউনূস, ওয়াতামি গ্রুপ, জাপানি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কর্মসংস্থান, জাপানি ভাষা প্রশিক্ষণ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’