জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪৫, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:০৫, ২৬ অক্টোবর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।” তিনি অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের নেতারা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন, এমনকি নুরুল হক নূর রক্তাক্ত হয়েছেন।
রবিবার দুপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন,“আগামী নির্বাচনে যেন কোনোভাবেই ফ্যাসিবাদীদের অংশগ্রহণ না হয়—এটা আমাদের নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, সে ব্যাপারে সরকারের তরফ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে ফ্যাসিবাদী করে তুলতে সবচেয়ে বড় ভূমিকা ছিল যে দলের—সেই জাতীয় পার্টির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ।”
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কর্মীদের সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক রয়েছে।
তিনি বলেন,“আমি আক্রান্ত হওয়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে আমার সহযোদ্ধারা মিছিলে অংশ নিয়েছেন। সেই দিনগুলোর স্মৃতি আমি আজীবন লালন করব,”।
এনসিপি নেতা বলেন,বাংলাদেশ বর্তমানে এক ‘ক্রান্তিকালীন সময়’ পার করছে। দেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহিতা, আইনের শাসন ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে।
তিনি উল্লেখ করেন,“এই পরিবর্তনের লক্ষ্য নিয়েই জাতীয় ঐকমত্য কমিশনের আওতায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে আমরা একমত হয়েছি, কিন্তু এখনো সেটি বাস্তবায়ন হয়নি।”
গণঅধিকার পরিষদের অনুষ্ঠান থেকে আখতার হোসেন সরকারের প্রতি আহ্বান জানান—“যদি বাংলাদেশকে এই সংকট থেকে উত্তোলন করতে হয়, তবে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ ছাড়া আর কোনো উপায় নেই।”
তিনি আরও বলেন,“সব রাজনৈতিক দল আইনি ভিত্তি চায়। কিন্তু যদি কারও দলীয় স্বার্থের কারণে জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি হয়, তাদের সঙ্গে আলাপ করে সেই অবস্থান থেকে সরে আসতে হবে। বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক হতে চাই।”
