রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

সাংঘর্ষিক রাজনীতির পুরোনো ধারায় ফেরা যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩০, ২৬ অক্টোবর ২০২৫

সাংঘর্ষিক রাজনীতির পুরোনো ধারায় ফেরা যাবে না

গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের রাজনীতি আর কখনোই সাংঘর্ষিক পুরোনো ধারায় ফিরতে পারে না।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে আনার লড়াইয়ে সব রাজনৈতিক দল এক পরিবারের মতো ঐক্যবদ্ধ ছিল। সেই ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি।”

গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই জানিয়ে খসরু বলেন, “১৪ মাসেও গণতন্ত্রের সনদ ফিরে আসেনি। এখন আমাদের কাজ হলো, সবাইকে সঙ্গে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। হিংসার রাজনীতিতে ফিরে গেলে অর্জিত ঐক্য ধ্বংস হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক সংস্কৃতি না বদলালে শত সংস্কারেও পরিবর্তন আসবে না। আগামী বাংলাদেশের নেতৃত্ব নিতে হলে সবাইকে সহনশীল হতে হবে, ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যেতে হবে।”

নির্বাচনের ধারা বাধাগ্রস্ত করলে গণতন্ত্রের ধারা ফিরে আসবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদী কর্তৃত্ববাদীরা যেভাবে জনগণকে নির্যাতন করেছে, তা সভ্যতার বিপর্যয়। জাতীয় নির্বাচনের অভিযাত্রা যাতে ব্যাহত না হয়, তার জন্য জুলাই চেতনা ধারণ করতে হবে।”

তিনি দেশের মেজর ইস্যুগুলোতে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “জাতি যদি বড় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকে, কোনো পরাশক্তি বা অভ্যন্তরীণ গোষ্ঠীই আমাদের ক্ষতি করতে পারবে না।”

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন দাবি করেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে অংশগ্রহণ করতে দেয়া হবে না।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
মেট্রোরেলের উত্তরা–আগারগাঁও অংশ চালু মতিঝিল পর্যন্ত আরও সময় লাগবে
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’