রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

ফেব্রুয়ারির নির্বাচন বানচাল হলে ফ্যাসিবাদ আবার ফিরবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:০৭, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:২২, ২৬ অক্টোবর ২০২৫

ফেব্রুয়ারির নির্বাচন বানচাল হলে ফ্যাসিবাদ আবার ফিরবে

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষার মুহূর্ত। তিনি সতর্ক করে বলেন, “যদি এই নির্বাচন বানচাল হয়ে যায়, তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে।”

রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় রাশেদ খান এ কথা বলেন।

তিনি বলেন,“আমাদের উচিত এই নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। যদি নির্বাচন ভেস্তে যায়, তবে দেশ আবার ফ্যাসিবাদের ছায়ায় ঢেকে যাবে।”

তিনি অভিযোগ করেন, নানাভাবে “আরেকটি এক-এগারো সরকার” গঠনের চেষ্টা চলছে। তাই তিনি সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান—“বাংলাদেশে আর কখনও ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না। এজন্য গণঅধিকার পরিষদসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে থাকতে হবে।”

রাশেদ খান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিভিন্ন দল এক হয়ে কাজ করেছিল, তাই ফ্যাসিবাদকে বিদায় জানানো সম্ভব হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিভাজন শুরু হওয়ায় সুযোগ নিচ্ছে আওয়ামী লীগসহ “ফ্যাসিবাদী শক্তি।”

তার ভাষায়, “আমরা গণঅভ্যুত্থানের পর বিভেদে লিপ্ত হয়েছি। এই সুযোগে দিল্লিতে থাকা শেখ হাসিনা আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছেন।”

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের ত্যাগের মাধ্যমেই সফলতা এসেছিল। অনেকে কারাবরণ করেছেন, রিমান্ডে গেছেন—এই ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। এখন আমাদের দায়িত্ব বাংলাদেশকে নতুনভাবে গঠন করা।”

অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’