এলভিস প্রেসলির উত্তরসূরি রাইলি কিয়ো
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৫৩, ২৬ অক্টোবর ২০২৫
রাইলি কিয়োর নাম উঠলেই ঘুরেফিরে আসে এলভিস প্রেসলির কথা। এলভিস প্রেসলির উত্তরসূরি তিনি। ক্যারিয়ার শুরুর পর থেকে ব্যক্তিগত নানা উত্থান-পতন পেরিয়ে ধীরে ধীরে নিজের পরিচয়ে পরিচিত হয়েছেন অভিনেত্রী। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘জে কেলি’ আসছে আগামী ১৪ নভেম্বর।
৩৬ বছর বয়সী রাইলির জীবনে অনেক ঝড় বয়ে গেছে। ২০২০ সালে তাঁর ছোট ভাই আত্মহত্যা এবং ২০২৩ সালে মা লিসা মেরিও চলে গেলে অনেক কষ্ট পান তিনি। দাদি প্রিসিলা প্রেসলির সঙ্গে সম্পত্তির ভাগবাটোয়ারা এবং গ্রেসল্যান্ডের উত্তরাধিকার নিয়ে মামলা মোকদ্দমায় নামতে হয় তাঁকে। এরই মধ্যে এমি মনোনয়ন আসে ডেইজি জোনস অ্যান্ড দ্য সিক্স সিরিজের জন্য। সব মিলিয়ে টক-মিষ্টি সময় পার করতে হয়েছে তাঁকে।
রাইলি জানান, "এখন আমি কিছুটা স্থির হয়েছি। আসলে সব সময়ই প্রিসলি আর কেনেডি পরিবার নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে স্বাভাবিক জীবনযাপন সহজ নয়। হয়তো মানুষের অনেক বেশি প্রত্যাশা আমাদের কাছে। মায়ের মৃত্যু আর ভাইকে হারানো আমার জন্য এক বিশাল ধাক্কা ছিল। কাজের মাধ্যমে নিজেকে সামলাতে পেরেছি। কঠিন পরিস্থিতি আমাকে আত্মবিশ্বাসী করেছে। আমি খুশি, সব সামলে নিজের পথ খুঁজে নিয়েছি।"
রাইলি এখন গ্রেসল্যান্ড ও এলভিস প্রিসলি এন্টারপ্রাইজের পরিবারের শেয়ারগুলোর একক মালিক। যার বতর্মান বাজারমূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার। অভিনেত্রী ছাড়াও প্রযোজক ও পরিচালক হিসেবেও বেশ সুনাম অর্জন করেছেন রাইলি।
শৈশবেই রাইলি পর্দার সামনে আসেন ১৪ বছর বয়সে। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ‘দ্য রানওয়েজ’, ‘ম্যাজিক মাইক’, ‘লোগান লাকি’, ‘দ্য গার্লফ্রেন্ড এক্সপেরিয়েন্স’-এর মতো কাজগুলো অভিনেত্রী হিসেবে ব্যপক পরিচিতি দিয়েছে তাঁকে।
নোয়া বাউমবাখের নতুন ছবি ‘জে কেলি’তে রাইলিকে দেখা যাবে জর্জ ক্লুনির বড় মেয়ের চরিত্রে অভিনয় করতে। এবারের ভেনিস উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর।
তথ্যসূত্র: ভ্যানিটি ফেয়ার
