মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:১৩, ২৬ অক্টোবর ২০২৫
মালয়েশিয়ায় পা রেখেই চমকে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৩ ঘণ্টার দীর্ঘ ওয়াশিংটন–কুয়ালালামপুর ফ্লাইট শেষে বিমানবন্দরের টারমাকে নেমেই তিনি যোগ দিলেন স্থানীয় তাল-লয়ে। রঙিন পোশাক পরিহিত পারফরমারদের সঙ্গে ৭৯ বছর বয়সী ট্রাম্পকে নাচতে দেখে উপস্থিত সবাই হতবাক— তারপর মুহূর্তেই মুখে হাসি ফোটে সবার।
প্রচারিত ভিডিওতে দেখা যায়, এয়ারফোর্স ওয়ানের পাশে ট্রাম্প ড্রামের তালে শরীর দুলিয়ে নাচছেন। তার সঙ্গে নাচে যোগ দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। বর্নিও, মালয়, চীনা ও ভারতীয় সম্প্রদায়ের নর্তকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মুহূর্তেই উল্লাসে ভরে ওঠে।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রশংসার ঝড়। একজন লিখেছেন, “ট্রাম্প আবার নাচকে মহত্ত্বপূর্ণ করে তুলছেন!”
আরেকজন মন্তব্য করেছেন, “মালয়েশিয়ার মাটিতে ‘দ্য ট্রাম্প ড্যান্স’— অসাধারণ!” কেউ আবার রসিকতায় বলছেন, “স্বীকার করতেই হবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের রিদম ও স্টাইল দুই-ই আছে।”
অনেকেই বলছেন, এই মুহূর্তটি শুধুমাত্র বিনোদনমূলক নয়, বরং কূটনৈতিক সফরে ট্রাম্পের নতুন রূপ— এক প্রাণবন্ত, সংস্কৃতিপ্রেমী রাষ্ট্রনেতার প্রতিচ্ছবি।
