রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

বিশ্বের যেকোনো প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম

শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬:২২, ২৬ অক্টোবর ২০২৫

শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

রাশিয়া সফলভাবে পারমাণবিক শক্তিচালিত ‘বুরেভেসতনিক ক্রুজ’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির দাবি, এ ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোনো প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার (২৬ অক্টোবর) জানিয়েছেন, রাশিয়া এখন এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।

রুশ সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, ২১ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং ১৫ ঘণ্টা আকাশে অবস্থান করে।

ইউক্রেন যুদ্ধের দায়িত্বে থাকা জেনারেলদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, “একসময় রুশ বিশেষজ্ঞরা আমাকে বলেছিলেন, এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব। কিন্তু এখন এর গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।”

ক্রেমলিনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পুতিন এটিকে এমন এক ‘অনন্য অস্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন, যার মতো সক্ষমতা আর কোনো দেশের নেই।

জেনারেল গেরাসিমভের ভাষায়, বুরেভেসতনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা “মূলত সীমাহীন”। তিনি বলেন, “এটি যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে সক্ষম। এটি রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন অধ্যায় যোগ করবে।”

গত বুধবার এক ভাষণে পুতিন বলেন, “আমাদের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা সবচেয়ে আধুনিক, এমনকি বিশ্বের যেকোনো পারমাণবিক শক্তির চেয়েও উন্নত।”

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস এর তথ্য অনুযায়ী, বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৮৭ শতাংশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। এই অস্ত্রভাণ্ডার দিয়ে “পৃথিবীকে বহুবার ধ্বংস করার মতো সক্ষমতা” রয়েছে উভয় দেশের।

সূত্র: রয়টার্স, মস্কো

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’