নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০:৩০, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:২০, ২৫ অক্টোবর ২০২৫
তুরস্ক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে আরও একধাপ এগোল। দেশটির প্রতিরক্ষাশিল্প সচিবালয় জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) তারা নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেটসান এই পরীক্ষাটি পরিচালনা করে। খবরটি তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন নিজ দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’ এ প্রকাশ করেন।
গোরগুন লিখেছেন, ‘এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত... এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। আজ একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা।’
তিনি আরও জানান, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ও নির্ভুলতা বাড়াতে কাজ চলছে।
তার ভাষায়, ‘সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে এবং নির্ভুল লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। রকেটসান ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’
এর আগে গত ফেব্রুয়ারিতে তুরস্ক ‘তাইফুন’ নামে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল।
রকেটসানের প্রধান মুরাত ইকিনচি গত জুলাইয়ে জানিয়েছিলেন, তাইফুনের উন্নত সংস্করণ ‘ব্লক–৪’ শিগগির পরীক্ষামূলক উৎক্ষেপণের পর্যায়ে যাবে।
নতুন এই পরীক্ষার মাধ্যমে তুরস্কের সামরিক প্রযুক্তিতে অগ্রগতি আবারও দৃশ্যমান হলো। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, দেশটি এখন ক্রমেই আঞ্চলিক ক্ষেপণাস্ত্র শক্তি হিসেবে নিজেদের অবস্থান মজবুত করছে।
তথ্যসূত্র: আনাদোলু
