বরগুনায় ইসলামি আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৯:০৭, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৯:১১, ২৬ অক্টোবর ২০২৫
ছবি : সংগৃহীত
বরগুনার আমতলীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) রাতে শহরের নুরজাহান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদেরকে দলে গ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।
ইসলামি আন্দোলনের আমতলী সদর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
যোগদানকারীদের পক্ষ থেকে নাসির উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে এসেছেন।
জেলা আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, দেশের মানুষ এখন বিএনপিকেই বিকল্প শক্তি হিসেবে দেখছে। উন্নয়নের সঙ্গী হতে অনেকে দলে যোগ দিচ্ছে।
এর আগে বরগুনার ঢলুয়া ইউনিয়নের তিনটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজনও বিএনপিতে যোগ দেন বলে জানান তিনি।
