টেকনাফে ১৬ লিটার চোলাই মদসহ ইজিবাইক আটক, গ্রেপ্তার ৫
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২১:৩০, ২৫ অক্টোবর ২০২৫
কক্সবাজারের টেকনাফে ১৬ লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—নাইট্যং পাড়ার আব্দুল জাব্বারের ছেলে ইয়াছিন আরফাত, আমিন শরীফের ছেলে এনায়েত উল্লাহ, দিল মাহমুদের ছেলে আব্দুর রহমান, বাবুল হোসেনের ছেলে রাশেদুল করিম নিজাম এবং মোহাম্মদ জলিলের ছেলে মোহাম্মদ আমিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যরা মাদক শনাক্তকরণে ব্যবহৃত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কে-নাইন (K-9) ডগ “মেঘলা”-এর সহায়তায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন। এসময় হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজিবাইক চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়।
তল্লাশির সময় ‘মেঘলা’ একটি যাত্রী ও ইজিবাইকের ভেতরে মাদকদ্রব্যের উপস্থিতির সংকেত দেয়। পরে বিজিবি সদস্যরা ইজিবাইকটি বিস্তারিত তল্লাশি করে পিছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো পানির বোতলে ভরা ১৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান (পিএসসি) সমাজকালকে বলেন, “আমাদের কে-নাইন ডগ ‘মেঘলা’র তৎপরতায় মাদকদ্রব্য শনাক্ত করা সম্ভব হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, জব্দকৃত মদ ও ইজিবাইকসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
