রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

কেরানীগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে

ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি: মানবতার উজ্জ্বল উদাহরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:০৬, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৫১, ২৫ অক্টোবর ২০২৫

ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি: মানবতার উজ্জ্বল উদাহরণ

ঢাকার উপকণ্ঠ কেরানীগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখে হাসি ফুটিয়েছে ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি, ডিস্ট্রিক্ট ৩২৮। সম্প্রতি ক্লাবটি কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে এক মানবিক কার্যক্রমের আয়োজন করে। এই স্কুলটি বহু বছর ধরে অর্থনৈতিকভাবে অসচ্ছল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজমে আক্রান্ত শিশুদের মানসম্মত শিক্ষা, প্রশিক্ষণ ও যত্নের মাধ্যমে তাদের সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করতে কাজ করছে।

ইনার হুইল ক্লাব ধানমন্ডির সদস্যরা  শিশুদের হাতে তুলে দেন ইনার হুইল লোগো সংবলিত ৫০টি স্কুল ব্যাগ, ক্লাবের প্রতীকযুক্ত এক্সারসাইজ কপি এবং প্রতিটি শিশুর জন্য পুষ্টিকর খাদ্য ব্যাগ। তাদের এই উদ্যোগের লক্ষ্য ছিল শিশুদের শিক্ষাজীবন, শারীরিক সুস্থতা ও সার্বিক বিকাশে সহায়ক ভূমিকা রাখা।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ও ১৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন। তারা ইনার হুইল দলের সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং শিশুদের সংগঠিত করে উপহার বিতরণে সহযোগিতা করেন। শিশুদের মুখের হাসি ও উচ্ছ্বাস এ কার্যক্রমের সাফল্য স্পষ্ট করে দেয়।

ইনার হুইল ক্লাব ধানমন্ডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ও পিএনআর নাজ রহমান, পিএনআর নায়ার ইসলাম, সেক্রেটারি মোরশেদা কবির, এবং সদস্য শায়লা কামরুল, নাসিমা সম্পা ও হাবিবা মল্লিক। তাদের উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ শিশুদের মাঝে আনন্দ ও অনুপ্রেরণা ছড়িয়ে দেয়।

এই মানবিক কার্যক্রম শুধু উপহার বিতরণেই সীমাবদ্ধ থাকেনি—এটি শিশু ও তাদের পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। সমাজে সহমর্মিতা ও বন্ধুত্বের মূল্যবোধ ছড়িয়ে দিতে এটি ছিল ইনার হুইলের মূলমন্ত্র “বন্ধুত্বের মাধ্যমে সেবা”-এর এক অনন্য ও হৃদয়স্পর্শী উদাহরণ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন