রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

ফ্যাসিস্টের আবর্জনা পরিষ্কার করতে হবে: আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২১, ২৫ অক্টোবর ২০২৫

ফ্যাসিস্টের আবর্জনা পরিষ্কার করতে হবে: আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, ‘বিগত ১৬ বছরের জুলুম ও অত্যাচারের শিকার হয়ে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে। তবু এখনও পতিত ফ্যাসিস্টদের রেখে যাওয়া অবশিষ্ট ধ্বংসস্তূপ দেশ থেকে পরিষ্কার করা যায়নি। দেশকে এগিয়ে নিতে হলে এই আবর্জনা অবশ্যই পরিষ্কার করতে হবে।’

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর সবুজবাগ কালভার্ট রোডে আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সভানেত্রী আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, রাজনৈতিক কাঠামো ও প্রশাসনিক সবকিছুকে ধ্বংস করেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ভালোবাসার মাধ্যমে মানুষকে জয় করে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার আশাবাদও ব্যক্ত করেন।

আফরোজা আব্বাস আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার নিশ্চয়তা দিয়েছেন। আমাদের পূর্ণ বিশ্বাস ওই সময়েই নির্বাচন হবে। তবে যারা নির্বাচন রুখতে আসবে, জনগণ তাদের রুখে দেবে। জনগণ এখন নিজেদের ভোটাধিকার চায়, যা এত বছর থেকে বঞ্চিত ছিল। নির্বাচনের বানচাল চেষ্টা করা লাভের কিছু নেই।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন খিলগাঁও থানা বিএনপির আহবায়ক মাসুদ চৌধুরী, সদস্য সচিব মামুনুর রশিদ আকন্দ। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু ও কেন্দ্রীয় সদস্য হাবিবুর রশিদ হাবিব।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন