রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

পিআর পদ্ধতির উদ্দেশ্য দুর্বল সরকার প্রতিষ্ঠা: হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৮, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৫৪, ২৬ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতির উদ্দেশ্য দুর্বল সরকার প্রতিষ্ঠা: হাফিজ উদ্দিন

দেশে ‘দুর্বল সরকার প্রতিষ্ঠার’ উদ্দেশ্যেই জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালুর দাবি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “সংখ্যানুপতিক পদ্ধতি বা পিআর এর দাবি মানেই একটা দুর্বল সরকারের দাবি। যাদের জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা নাই, তাদের সংসদে ঢোকানোর জন্যই এই ধরনের অবাস্তব পরিকল্পনা দেওয়া হচ্ছে।”

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের ক্র্যাব মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, “এটি বোঝাই যাচ্ছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং যদি নির্বাচন হয়ও, তাহলে যেন একটি দুর্বল সরকার বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হয়, সেই লক্ষ্যেই তারা পিআরের এই দাবি তুলছে।”

সম্প্রতি জামায়াতে ইসলামীসহ ছয়টি রাজনৈতিক দল সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু ও অন্যান্য পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে নেমেছে। তারা ইতোমধ্যে দুই দফা বিক্ষোভ ও গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমাদের দেশে দুর্বল সরকার হলে, বাংলাদেশের লাভ কী? লাভ কাদের? এটা দেশপ্রেমিক জনগণ বোঝে।”

তিনি জোর দিয়ে বলেন, “এবারের নির্বাচনে অবশ্যই একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে, যাতে জনগণের অধিকার নিশ্চিত হয় এবং জাতীয় স্বার্থ রক্ষা পায়।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন