যারা প্রশ্নবিদ্ধ, তাদের সরিয়ে দিতে হবে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৪, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৩২, ২৬ অক্টোবর ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারকে সতর্ক করে বলেছেন, যারা প্রশ্নবিদ্ধ, তাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাদের সরিয়ে দিতে হবে। ইতিমধ্যে অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে। সরকারিভাবে যারা দেশ পরিচালনায় আছেন, তারা যদি সেই অবস্থায় থাকেন, নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে ‘ভাসানী জনশক্তি পার্টি’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী, ‘ঐকমত্য হোক বা না হোক, আমাদের ৩১ দফা বাস্তবায়ন করা হবে। আমাদের সংস্কারের অবস্থান স্পষ্ট। ঐকমত্য হলেও করবো, না হলেও করবো।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন গণতন্ত্রের অন্যতম বাহক, যার মাধ্যমে জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটে। মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। মালিকের মালিকানা যদি প্রতিষ্ঠা করতে হয়, তার প্রতিফলন হচ্ছে নির্বাচন। এজন্য নির্বাচন গুরুত্বপূর্ণ।’
বিএনপির এই নেতা বলেন, ‘গত ১৫-২০ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেননি এবং জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে পারেনি। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে আমাদের নির্বাচনে যেতে হবে। এটাই প্রথম কাজ।’
আমীর খসরু দেশের ঐকমত্য কমিশন প্রসঙ্গে বলেন, ‘১৪ মাস ধরে একটি অনির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে। এতে মানুষের মালিকানা প্রতিষ্ঠিত হয়নি। ১৭ বছর ধরে যারা জীবন দিয়েছেন, তা এখনো পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়নি।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাজি জাফর মোস্তফা জামাল হায়দার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
