রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলবো: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:২৫, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৩০, ২৬ অক্টোবর ২০২৫

ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলবো: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই দেশে সম্প্রীতি গড়ে তুলবে বলে জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থায় প্রাসঙ্গিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনা হবে। সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই আমরা দেশে সম্প্রীতি গড়ে তুলবো।

এনসিপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে তাঁবেদারদের জন্য প্রণোদনার ব্যবস্থা রেখেছিলেন। তিনি ইসলামপন্থিদের এ দেশে উনমানুষ বানিয়ে রেখেছিলেন। শুধু তাই নয়, তিনি ভারতীয় গণমাধ্যমের সাহায্যে দেশে অপসংস্কৃতির চাষাবাদ করেছেন। কিন্তু ভারত বাংলাদেশে এসে শিখতে পারে যে কিভাবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হয়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন