প্রাথমিক শিক্ষা
ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সিদ্ধান্ত বাতিল করতে হবে: পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:২৫, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৫৯, ২৫ অক্টোবর ২০২৫
দেশের প্রাথমিক শিক্ষায় ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘একটি জাতি, রাষ্ট্র ও সভ্যতার ভিত্তি হচ্ছে তার প্রাথমিক শিক্ষাব্যবস্থা। যদি এই ভিত্তি দুর্বল হয় বা ভুল শিক্ষানীতি প্রয়োগ করা হয়, তবে জাতির সভ্যতা একদিন ধপাস করে পড়ে যাবে।’
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে এ সব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ‘বর্তমান প্রাথমিক বিদ্যালয়ের ২ কোটি শিশুকে পশ্চিমা সংস্কৃতি, ধর্মনিরপেক্ষতা, সমকামিতা ও যৌনশিক্ষা শিক্ষা দেওয়া হচ্ছে, যা মুসলিম ঐতিহ্য ও সভ্যতা ধ্বংসের ষড়যন্ত্র।’
তিনি আরও বলেন, ‘যেকোনো শিক্ষানীতি প্রণয়নের আগে প্রশ্ন করতে হবে—আমি কে?। আমাদের দেশ ও শিক্ষার্থীদের পরিচয় হলো মুসলিম এবং নবী হযরত মুহাম্মদের (সা.) উম্মত। শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষের আখলাক, নৈতিকতা ও মূল্যবোধ গঠন, যা নবীর সুন্নাহ অনুসারে সম্ভব।’
গোলাম পরওয়ার বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী সব সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে, যাতে আগামী প্রজন্মের নেতৃত্বে থাকা শিশুরা নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত হয়।’ তিনি সতর্ক করে বলেন, ‘পশ্চিমা দুনিয়ার এই শিক্ষানীতি মুসলিম জাতির ঐতিহ্য ধ্বংস করার দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র।’
সেমিনারে প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং ধর্মীয় শিক্ষকের নিয়োগ নিশ্চিতকরণের ওপর জোর দেওয়া হয়, যাতে জাতির ভিত্তি দৃঢ় হয় এবং সভ্যতার অবনতি রোধ করা যায়।
