জোট গঠনে এখনও সুনিশ্চিত নয় এনসিপি: আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৬, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:২৮, ২৫ অক্টোবর ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জোট গঠনের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এখনো সুনিশ্চিত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেছেন, দেশের জাতীয় স্বার্থে প্রয়োজনে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমরা ‘ওপেন’, কিন্তু এখনও প্রস্তুত নই।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, `আমরা নিজেদের স্বতন্ত্রতা ধরে রেখে কলেবর বাড়ানোর কাজ করছি। নির্বাচনী জোটের বিষয়ে তখনই প্রস্তুত হওয়ার পরিকল্পনা নেওয়া হবে, যখন সনদ বাস্তবায়ন সম্পন্ন হবে।‘
তিনি জোর দেন, জোট গঠন এবং সনদ বাস্তবায়ন দুটি আলাদা বিষয়। সনদ বাস্তবায়নকে নির্বাচনী আসনের ভাগাভাগির অংশ হিসেবে দেখতে এনসিপি প্রস্তুত নয়।
নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, `বিএনপি তাদের অবস্থান থেকে সরে এসে সংশোধন বাতিলের দাবিতে আইন উপদেষ্টার কাছে চিঠি পাঠাবে। তবে এই প্রক্রিয়ার অংশ আমি নই।‘
আখতার হোসেন আরও বলেন, “যদি কোনো দলের কারণে সংশোধন বাতিল হয়, আমরা বুঝব যে সরকার লন্ডনের বৈঠকে বসেই ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এটা যথাযথ প্রক্রিয়া নয়।”
