আগামীতে মন্ত্রিত্ব গ্রহণ করবেন না ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:১৫, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:১১, ২৫ অক্টোবর ২০২৫
আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক, কেউ সম্মান জানিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও তিনি তা গ্রহণ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেছেন, “এটাই আমার শেষ দায়িত্ব। নির্বাচন শেষ হলে উপদেষ্টারা নিজেদের কাজে ফিরে যাবেন।”
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।
এসময় এই উপদেষ্টা বলেন, উপদেষ্টার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। বরং স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। হজ যাত্রীদের সাড়ে ৮ কোটি টাকা ফেরত দিয়েছি।
ধর্ম উপদেষ্টা বলেন, “সব ধর্মের মানুষের জন্য কাজ করেছি এবং পারস্পরিক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। আমি বায়তুল মোকাররমে নামাজ পড়ি, আবার ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চাইলে তা ভিত্তিহীন।”
