রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১০ কার্তিক ১৪৩২

ফ্যাসিবাদী শাসন বাংলাদেশকে গুম করে ফেলেছিল: আদিলুর রহমান

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬:৩২, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৫৮, ২৬ অক্টোবর ২০২৫

ফ্যাসিবাদী শাসন বাংলাদেশকে গুম করে ফেলেছিল: আদিলুর রহমান

দেশে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘ফ্যাসিবাদী শাসনের অবসান’ ঘটেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসন বাংলাদেশকে গুম করে ফেলেছিল। কিন্তু জনগণের রক্তের বিনিময়ে আমরা এখন সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পেরেছি।”

শনিবার (২৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন আদিলুর রহমান খান। অনুষ্ঠানে মীর আহমাদ বিন কাসেম (আরমান) রচিত বই ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ প্রকাশ ও ‘গুম ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “জুলাইয়ের ৩৬ দিন বাংলাদেশকে বদলে দিয়েছে। শত শহীদের রক্তের ওপর দিয়ে গঠিত এই পরিবর্তন আমাদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেকে মুক্ত করেছে। ফ্যাসিবাদী শাসন আমাদের দেশকে বন্দি করে রেখেছিল, এখন আমরা মুক্ত।”

তিনি আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকার এখন অপরাধীদের বিচারের উদ্যোগ নিচ্ছে। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে— জনগণ ও নির্যাতিতরা ন্যায়বিচার পাবেন।”

আদিলুর রহমান খান বলেন, “জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণার ভিত্তিতেই বাংলাদেশ নতুন বাংলাদেশে রূপ নিচ্ছে। এটা স্বাধীনতার পর আরেকটি ঐতিহাসিক মোড়।”

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন, “আওয়ামী লীগই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, কিন্তু এখনো তাদের মধ্যে অনুশোচনার কোনো চিহ্ন নেই।”

তিনি আরও বলেন, “তারা ‘আয়নাঘরের সাক্ষী’ বইয়ের মতো তথ্যভিত্তিক কাজগুলোকে সাজানো নাটক বলে অবমূল্যায়ন করে। এমন অপরাধীদের জনগণের হাতে তুলে দিতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ডেভিড বার্গম্যান, মানবাধিকার কর্মী হুমা খান এবং নিখোঁজদের পরিবারের সংগঠন মায়ের ডাক–এর সমন্বয়ক সানজিদা আকতার তুলি।

সমাপনী বক্তব্যে আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশ এখন এমন এক সময় অতিক্রম করছে, যখন গুমের শিকার হওয়ার ভয় না পেয়ে মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে। এই পরিবর্তনই জুলাইয়ের বিজয়।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন