রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

নিষেধাজ্ঞা শেষ, আজ থেকে মিলবে ইলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫০, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:১৮, ২৬ অক্টোবর ২০২৫

নিষেধাজ্ঞা শেষ, আজ থেকে মিলবে ইলিশ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে (রাত ১২টায়) শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে নেমেছেন হাজারো জেলে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে ইলিশ মাছ ধরায় আর কোন বিধি-নিষেধ রইল না। বাজারেও মিলবে ইলিশ।

এর আগে গত ৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এবার আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন এবং অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে ২২ দিন মা-ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়। প্রজনন মৌসুমের পূর্ণিমা ও অমাবস্যা উভয় সময়ই ডিম পাড়ার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় দুটি পর্যায় অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করা হয়।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের নিষেধাজ্ঞার ফলে ৫২ শতাংশ মা-ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পায়। এর ফলে ৪৪ কোটি ২৫ হাজার জাটকা বা রেণু ইলিশ পরিবারে যুক্ত হয়। এই ডিম থেকে উৎপন্ন রেণু বা পোনা (জাটকা) ভবিষ্যতে পরিপক্ব ইলিশে পরিণত হয়।

মৎস্য বিভাগ জানিয়েছে, এবার ইলিশ ধরা বন্ধের সময় কঠোরভাবে অভিযান পরিচালনা করা হয়েছে। ফলে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে। 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন