ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৫৪, ২৬ অক্টোবর ২০২৫
ভারতের ইন্দোরে মোটরসাইকেল আরোহীর হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দুই সদস্য। শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নারী বিশ্বকাপের শেষ লিগ ম্যাচ খেলতে ইন্দোরে অবস্থান করছে দলটি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শহরের একটি ব্যস্ত সড়কে।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে,“অস্ট্রেলিয়া নারী দলের দুই খেলোয়াড় ক্যাফেতে যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহীর অযাচিত স্পর্শের শিকার হন। দলের নিরাপত্তাকর্মীরা দ্রুত বিষয়টি পুলিশকে জানান এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।”
দলের সিকিউরিটি ম্যানেজার ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এমআইজি থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। ভারতের সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় পুলিশ অভিযুক্ত মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে
উল্লেখ্য, বৃহস্পতিবারের এই ঘটনার আগের দিনই ইন্দোরে ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে অপরাজিত ধারায় ছিল অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দলটি এখন পর্যন্ত কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি।
