টেস্টের নেতৃত্বে আগ্রহী নন শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:৫০, ২৬ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাজমুল হোসেন শান্তকে আবারও টেস্ট অধিনায়কের দায়িত্ব দিতে চাইলেও, নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন এই বাঁহাতি ব্যাটার। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এখনই নেতৃত্বে ফিরতে আগ্রহী নন।
ক্রিকবাজকে বিসিবির এক সূত্র জানিয়েছে, শান্ত আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি টেস্ট অধিনায়ক হিসেবে ফিরতে চান না। উল্লেখ্য, ওয়ানডে অধিনায়কত্ব হঠাৎ কেড়ে নেওয়ার পর শান্ত টেস্ট নেতৃত্ব থেকেও স্বেচ্ছায় সরে দাঁড়ান।
গত ২৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন শান্তর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। তিনি শান্তকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও কোনো ফল মেলেনি।
বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“সে (শান্ত) এখনই নেতৃত্ব নিতে আগ্রহী নয় এবং বিষয়টি আমাদের জানিয়ে দিয়েছে।”
শান্তর সরে দাঁড়ানোর পর থেকে টেস্ট অধিনায়কের পদটি শূন্য রয়েছে। ফলে এখন বিসিবি নতুন অধিনায়ক খোঁজার প্রক্রিয়ায় নেমেছে। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় আছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। বোর্ড লিটনের সম্মতির অপেক্ষায় রয়েছে।
আগামী ১১ নভেম্বর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে নতুন অধ্যায়।
ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও টেস্ট নেতৃত্বে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ওয়ানডেতে তার নেতৃত্ব নিয়ে বোর্ডের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলেও, টানা চারটি সিরিজ হারায় মিরাজের নেতৃত্বে সন্তুষ্ট নন অনেকেই।
জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে ১৩ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র তিনটি।
প্রথমে বিসিবি ঘোষণা দিয়েছিল, তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখবে। কিন্তু এখন সেটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল আবেদিন।
তিনি বলেন,“টেস্ট অধিনায়ক নির্বাচনে বোর্ড, নির্বাচক ও কোচিং স্টাফদের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। যে ক্রিকেটারকে উপযুক্ত মনে হবে, তার সম্মতিও নিতে হবে। তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখতেই হবে—এমন কোনো কঠোর নিয়ম নেই।”
তবে বিসিবি চাইলে তিন অধিনায়কের নীতিতেই থাকতে পারে। বিকল্প হিসেবে তাইজুল ইসলাম ও মুমিনুল হকের নামও আলোচনায় রয়েছে।
তাইজুল প্রকাশ্যে জানিয়েছেন, তিনি টেস্ট দলকে নেতৃত্ব দিতে আগ্রহী। আর সাবেক অধিনায়ক মুমিনুল ক্রিকবাজকে বলেছেন—বোর্ড চাইলে তিনি আবারও অধিনায়কত্ব নিতে প্রস্তুত।
