মেট্রোরেলের উত্তরা–আগারগাঁও অংশ চালু
মতিঝিল পর্যন্ত আরও সময় লাগবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৮, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৫০, ২৬ অক্টোবর ২০২৫
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যুতে আজ দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা পর দুপুর তিনটার পর আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা হয়েছে। তবে মতিঝিল পর্যন্ত সম্পূর্ণ রুট সচল হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেট্রোরেল আংশিক বন্ধ রাখা হয়। “ক্রেন এনে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে হবে, তারপর নিরাপত্তা যাচাই শেষে ট্রেন চালু হবে,” বলেন তিনি।
ডিএমটিসিএল-এর (ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) ফেসবুক পেজে জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণে চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল এবং মেরামতের কাজ চলছে। যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
দুর্ঘটনায় নিহত যুবকের নাম আবুল কালাম। তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফার্মগেটে উড়ালপথের পিলার থেকে ভারী বিয়ারিং প্যাড খুলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
ডিএমটিসিএল সূত্র জানায়, প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন ১৪০ থেকে ১৫০ কেজি পর্যন্ত হয়। এগুলো উড়ালপথের ভারসাম্য বজায় রাখে। প্যাড ছাড়া ট্রেন চালানো বিপজ্জনক— এতে লাইন দেবে যেতে পারে বা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে।
মেট্রোরেল পরিচালনার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে একই ধরনের ঘটনায় মেরামতে প্রায় ১১ ঘণ্টা লেগেছিল। এবারও সেই সময় লাগতে পারে, তবে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
দুপুরে কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি স্টেশনে দেখা যায়, যাত্রীরা বন্ধ গেটের সামনে অপেক্ষা করছেন। আনসার ও পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে ভেতরে অবস্থান নিচ্ছেন।
২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথম মেট্রোরেল চালু হয়। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫ কোটি ৭৫ লাখ যাত্রী এ পরিবহন ব্যবহার করেছেন। রাজধানীর যাতায়াতে এটি এখন অপরিহার্য হয়ে উঠলেও দুর্ঘটনার কারণে আজকের বিঘ্ন যাত্রীদের বড় দুর্ভোগে ফেলেছে।
