রোববার, ২৬ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

দীর্ঘদিন পর প্রকাশ্যে নিপুণ, নানা শাহ’র ছেলের বিয়েতে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:৫১, ২৬ অক্টোবর ২০২৫

দীর্ঘদিন পর প্রকাশ্যে নিপুণ, নানা শাহ’র ছেলের বিয়েতে

গত বছরের ৫ই আগস্টের পর থেকে অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার। যুক্তরাজ্যে পাড়ি জমানোর চেষ্টা করলেও বিমানবন্দরে তাকে বাধা দেওয়া হয়। এরপর থেকেই তিনি ছিলেন প্রায় জনসম্মুখে অনুপস্থিত।
সম্প্রতি আবারো প্রকাশ্যে দেখা গেল এই অভিনেত্রীকে। চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতে দেখা যায়, নিপুণ একটি অনুষ্ঠানে সহকর্মী রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করছেন। জানা গেছে, এটি ছিল চলচ্চিত্র অভিনেতা নানা শাহ’র ছেলের বিয়ের অনুষ্ঠান, যেখানে উপস্থিত হয়ে নিপুণ ফের আলোচনায় আসেন।
নিপুণ একসময় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে জায়েদ খানের কাছে পরাজিত হলেও আদালতের মাধ্যমে চেয়ারে বসার চেষ্টা করেন তিনি। আদালতের স্থিতাদেশ উপেক্ষা করে চেয়ারে বসায় পরবর্তীতে তাকে সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
তৎকালীন সরকারের প্রভাবশালী এক পরিবারের ছত্রছায়ায় ছিলেন বলে অভিযোগও ওঠে। দেশের রাজনৈতিক পরিবর্তনের পর সেই অবস্থান বদলে যায়, এবং নিপুণ কার্যত চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে সরে যান।
চলতি বছরের শুরুতে তিনি ঢাকা থেকে সড়কপথে সিলেট হয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। পরে তাকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এরপর থেকে নিপুণকে আর দেশের বাইরে যেতে দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর হঠাৎ প্রকাশ্যে এসে তিনি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নিপুণের সাম্প্রতিক এই প্রকাশ্য উপস্থিতি ঘিরে বিনোদন মহলে নতুন গুঞ্জন শুরু হয়েছে—তিনি কি আবারও চলচ্চিত্রে ফিরতে যাচ্ছেন? নাকি শুধু ব্যক্তিগত সম্পর্কের সৌজন্য দেখাতেই এই উপস্থিতি?
সময়ই বলবে, তবে এতদিন পর চিত্রনায়িকা নিপুণের ক্যামেরাবন্দি উপস্থিতি প্রমাণ করেছে—তিনি এখনও আলোচনায় আছেন, এবং তাকে ঘিরে কৌতূহল কমেনি বিন্দুমাত্র।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’