সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

| ১১ কার্তিক ১৪৩২

হিট অ্যান্ড রান: সিসিটিভিতে ধরা পড়লেন দিব্যা সুরেশ

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ১৯:০২, ২৬ অক্টোবর ২০২৫

হিট অ্যান্ড রান: সিসিটিভিতে ধরা পড়লেন দিব্যা সুরেশ

ভারতের বেঙ্গালুরুর ব্যাতারায়ণপুরায় এক সপ্তাহ আগে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনায় অবশেষে অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত কর্মকর্তারা চিহ্নিত করেছেন কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন বিগ বস প্রতিযোগী দিব্যা সুরেশ-কে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৪ অক্টোবর রাত দেড়টার দিকে ব্যাতারায়ণপুরার নিত্য হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এক মোটরবাইকে থাকা তিন আরোহীকে দ্রুতগতির গাড়ি ধাক্কা দেয় এবং ঘটনাস্থল থেকে মুহূর্তেই চম্পট দেয়। দুর্ঘটনার শিকার হন অনুশা, অনিতা এবং তাদের খুড়তুতো ভাই কিরণ। অনুশা ও কিরণ অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও অনিতা গুরুতর আহত হন; তার পা ভেঙে গেছে এবং চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার প্রয়োজন বলে জানা গেছে।
ভুক্তভোগীরা স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেন। অভিযোগে বলা হয়, রাস্তার পাশে ঘেউ ঘেউ করা কুকুর এড়িয়ে বাইকটি ঘুরতে গেলে দিব্যা সুরেশের গাড়ি পেছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর অভিযুক্ত চালক কোনো সহায়তা না করে দ্রুত স্থান ত্যাগ করেন।
প্রাথমিকভাবে গাড়িটির পরিচয় অজানা থাকলেও, তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়—গাড়িটি দিব্যা সুরেশের মালিকানাধীন। বেঙ্গালুরু পশ্চিম ট্রাফিক বিভাগের ডিসিপি ড. অনুপ শেঠি জানিয়েছেন, অভিযুক্ত গাড়িটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং এ ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।
দিব্যা সুরেশ কন্নড় চলচ্চিত্রের পরিচিত মুখ। ‘বিগ বস কন্নড়’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, সোমবার জমা
ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী
নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরতে পারেন তারেক রহমান
‘জুলাই শহীদদের আদর্শ ও উদ্দেশ্য পূরণ হয়নি’
বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭
জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: আখতার হোসেন
মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
নির্বাচনের আগে সিম ব্যবহারে নিয়ন্ত্রণ
জনপ্রশাসনে সর্বত্র গুন্ডামি চলছে
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত
মালয়েশিয়ায় ট্রাম্পের নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও!
ইতিহাসের প্রথম ফুটবলার রোনালদোর ‘৯৫০’ গোলের রেকর্ডে
কানাডার উপর অতিরিক্ত ১০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বংশালে তরুণকে হত্যা পরিবারের অভিযোগ ‘প্রেমসংক্রান্ত ’