এক দিনে মানবিক দুই উদ্যোগ ইনার হুইল ক্লাব ধানমণ্ডির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:১২, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:১৭, ২৭ অক্টোবর ২০২৫
অসহায় মা ও শিশুদের কল্যাণে এক দিনে দুটি মানবিক উদ্যোগ বাস্তবায়নের দৃষ্টান্ত স্থাপন করেছে ইনার হুইল ক্লাব অব ধানমণ্ডি, ডিস্ট্রিক্ট ৩২৮। গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে এই দুটি উদ্যোগ বাস্তবায়ন করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী এই নারী সংগঠনটি।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই কার্যক্রম সংগঠনের ‘বন্ধুত্বের মাধ্যমে সেবা’ মূলনীতিকে আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করেছে।
প্রথম উদ্যোগ: অন্তঃসত্ত্বা নারীদের পোশাক
দিনের প্রথমাংশে ক্লাবের সদস্যরা আজিমপুর মাতৃসদন হাসপাতালে গিয়ে আর্থিকভাবে অসচ্ছল ২০ জন অন্তঃসত্ত্বা নারীর হাতে মাতৃত্বকালীন পোশাকের প্যাকেজ তুলে দেন। প্রতিটি প্যাকেজে ছিল প্রয়োজনীয় পোশাক ও ব্যবহার্য সামগ্রী, যা গর্ভকালীন সময়ে মায়েদের আরাম ও স্বাস্থ্যের সহায়ক হবে।
উপস্থিত মায়েরা ক্লাবের এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
দ্বিতীয় উদ্যোগ: মাতুয়াইল আইসিএমএইচে সহায়তা
দিনের দ্বিতীয় ভাগে ক্লাবটি ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ (আইসিএমএইচ) মাতুয়াইল পরিদর্শন করে। সেখানে চারটি হুইলচেয়ার ও দুটি রোগী পরিবহনের স্ট্রেচার দেওয়া হয়, যা গুরুতর অসুস্থ অন্তঃসত্ত্বা নারী ও বয়স্ক রোগীদের সেবায় ব্যবহৃত হবে।
হাসপাতালের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদুল হক এবং চিকিৎসকরা ইনার হুইলের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। ক্লাবের কাজ সম্পর্কে আরও জানতে আগ্রহ প্রকাশের পাশাপাশি সংগঠনের প্রচেষ্টা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অংশগ্রহণ ও সমাপ্তি
ইনার হুইল ক্লাব অব ধানমণ্ডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিএনআর নাজ আফরিন রহমান, পিএনআর নায়ার ইসলাম, ক্লাব সেক্রেটারি মোরশেদা কবির, আইএসও ডা. শারমিন কাওসার এবং সদস্য শায়লা কামরুল, হাবিবা মল্লিক ও নাসিমা আক্তার সম্পা।
উদ্যোগের সমাপ্তি হয় আন্তরিক শুভেচ্ছা বিনিময় ও হালকা আপ্যায়নের মধ্য দিয়ে, যা নারী নেতৃত্বাধীন মানবিক কর্মকাণ্ডের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হলো।
