বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

নতুন রোগী ৭৬২, মৃত্যু ২

বছরের সর্বোচ্চ মাসকে ছুঁই ছুঁই করছে ডেঙ্গু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২৮, ২২ অক্টোবর ২০২৫

বছরের সর্বোচ্চ মাসকে ছুঁই ছুঁই করছে ডেঙ্গু

দেশে এবছর ডেঙ্গুতে মৃত্যু আড়াইশ ছাড়িয়েছে ২১ অক্টোবর মঙ্গলবার। গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল আটটা পর্যন্ত) মারা গেছে আরও দুইজন। এ নিয়ে এবছর মোট মৃত্যু দাঁড়ালো ২৫৫ জনে। এর মধ্যে এ মাসের ২২ দিনেই মারা গেছে ৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের (২২ অক্টোবর) বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী, অন্যজন পুরুষ। তাদের বয়স হয়েছিল যথাক্রমে ৭০ ও ৬৫ বছর। তাদের একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, আরেকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৬২ রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৬৭ জন। তাদের মধ্যে এ মাসের ২২ দিনে ভর্তি হয়েছে ১৫ হাজার ২৫ জন। 

এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে সেপ্টেম্বর মাসে ও সর্বোচ্চ মৃত্যুও হয়েছে ওই মাসে, ৭৬ জনের।

সে হিসেবে ভর্তি রোগীর দিক থেকে বছরের সর্বোচ্চ ডেঙ্গুর মাস সেপ্টেম্বরকে ছুঁই ছুঁই করছে এ মাস। এ মাসের আজ বুধবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ২৫ জন। 

এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫ হাজার ৯৫১ জন এবং আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়।

জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৬০ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এ ছাড়া ঢাকা বিভাগে ১৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৪১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে দুই জন, বরিশাল বিভাগে ১২৯ জন এবং সিলেট বিভাগে এক জন রোগী ভর্তি হয়।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ২ হাজার ৬২০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯১১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৯ জন।

দেশে ব্যাপকহারে প্রথম ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয় ২০০০ সালে। সেবছর থেকেই স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর তথ্য সংরক্ষণ করছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ি, এখন পর্যন্ত ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি