বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক প্রদাহ, প্রজনন স্বাস্থ্য ঝুঁকি

জনস্বাস্থ্যের জন্য ঝূঁকিপূর্ণ ‘নিকোটিন পাউচ’ থেকে সাবধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:২৮, ২২ অক্টোবর ২০২৫

জনস্বাস্থ্যের জন্য ঝূঁকিপূর্ণ ‘নিকোটিন পাউচ’ থেকে সাবধান

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের বৃহৎ তামাক কোম্পানি ‘ফিলিপ মরিস’কে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চলে কেবল দেশের অভ্যন্তরে বিক্রির জন্য ‘নিকোটিন পাউচ’ তৈরির কারখানা স্থাপনের অনুমতি দিয়েছে। এটি তৈরির জন্য কর্তৃপক্ষ উপকরণ আমদানিরও অনুমোদন দিয়েছে। 

এমন তথ্য জানিয়ে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই নিকোটিনজাত পণ্য তৈরির কারখানা স্থাপনের অনুমতি বাতিলের দাবি জানিয়েছে।

সংগঠন দুটি জানিয়েছে, ‘নিকোটিন পাউচ’ও এক ধরণের নিকোটিনজাত পণ্য, যা শিশু, কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক সংকট সৃষ্টি করছে। বেলজিয়াম, রাশিয়া, উজবেকিস্তান, ফ্রান্সসহ বিশ্বের ৩৪টি দেশ ইতিমধ্যে এই নিকোটিন পাউচ বিক্রয় নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ পদক্ষেপ গ্রহণ করেছে।

এমনকি প্রচলিত ধোঁয়াবিহীন তামাকপণ্যের মতই এর গুরুতর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ডব্লিওএইচও, সিডিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

নিকোটিন পাউচ কী?

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিকোটিন পাউচ হলো ছোট পাউচ বা থলে আকৃতির একধরনের তামাকবিহীন নিকোটিনজাত পণ্য, যা মুখে (দাঁতের নিচে বা ঠোঁটের ভেতরে) রাখা হয়। এতে থাকে নিকোটিন, তবে তামাকপাতা থাকে না। ব্যবহারকারী ঠোঁটের ভেতরে পাউচটি রেখে ধীরে ধীরে নিকোটিন শোষণ করে। কোনো ধোঁয়া বা বাষ্প উৎপন্ন হয় না। তাই এটি ‘স্মোকলেস নিকোটিন প্রোডাক্ট’ নামে পরিচিত।

এতে থাকে- নিকোটিন (তামাকপাতা ছাড়া কৃত্রিমভাবে তৈরি), ফ্লেভারিং (স্বাদ)- যেমন মিন্ট, কফি, ফল ইত্যাদি, ফিলার উপাদান- উদ্ভিজ্জ তন্তু বা নরম পাউডার জাতীয় বস্তু।

বিশেষজ্ঞরা জানান, ধোঁয়াবিহীন বলে অনেকে এটিকে ‘নিরাপদ’ মনে করেন। কিন্তু বাস্তবে তা নয়।

নিকোটিন পাউচের স্বাস্থ্যঝুঁকি

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, যদিও এতে তামাকপাতা নেই, কিন্তু এতে থাকা নিকোটিন নিজেই অত্যন্ত আসক্তিকর ও ক্ষতিকর। এর কিছু বড় ঝুঁকি হলো —

১. আসক্তি: নিকোটিন পাউচে থাকা নিকোটিন মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায়, যা আনন্দের অনুভূতি দেয়। বারবার ব্যবহার করলে দ্রুত মানসিক ও শারীরিক নির্ভরতা তৈরি হয়।

২. হৃদরোগের ঝুঁকি: নিকোটিন রক্তচাপ ও হৃদস্পন্দন বাড়ায়। দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ, রক্তনালীর ক্ষতি, এমনকি স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

৩. মাড়ি ও মুখের ক্ষতি: পাউচটি মাড়ির সাথে লেগে থাকার কারণে মাড়ির জ্বালাপোড়া, ফোলা বা ক্ষয়, মুখের ভেতর শুষ্কতা, দুর্গন্ধ ও দাঁতের দাগ তৈরি হতে পারে।

৪. ফুসফুস ও অন্যান্য অঙ্গের ক্ষতি: যদিও ধোঁয়া নেই, তবুও নিকোটিন রক্তের মাধ্যমে ফুসফুস, লিভার ও কিডনিতেও প্রভাব ফেলে।

৫. তরুণ ও গর্ভবতীদের জন্য বিশেষ ঝুঁকি: নিকোটিন পাউচ কিশোরদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত করতে পারে, আর গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও স্নায়ুতন্ত্রের ক্ষতি ঘটাতে পারে।

ভ্রান্ত ধারণায় সতর্ক থাকার পরামর্শ

দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, অনেকে মনে করেন- এতে ধোঁয়া বা তামাক নেই, তাই ক্ষতিকর নয়। কিন্তু এই তথ্য সঠিক নয়। নিকোটিন পাউচে তামাকের আসক্তি সৃষ্টিকারী উপাদান ঠিকই আছে, যা সময়ের সঙ্গে শারীরিক ক্ষতি ও মানসিক নির্ভরতা বাড়ায়।

বিশেষজ্ঞরা আরও বলেন, এটি ধূমপানের বিকল্প হিসেবে নিরাপদ নয়। তরুণ, গর্ভবতী নারী বা হৃদরোগীর জন্য একেবারেই নিরুৎসাহিত করা হয়। এটির ব্যবহার বন্ধ করতে চাইলে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি (এনআরটি), কাউন্সেলিং বা চিকিৎসকের সহায়তা নিতে হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পণ্যের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। সংস্থাটি বলছে, যদিও নিকোটিন পাউচে তামাক নেই, তবু নিকোটিন আসক্তি সৃষ্টি করে। নিয়মিত ব্যবহার করলে দেখা দিতে পারে- হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি, কিশোরদের মস্তিষ্কের বিকাশে বাধা ও  মুখের সংবেদনশীলতা, বমি বা গ্যাস্ট্রিক সমস্যা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে, নিকোটিন পাউচকে নিরাপদ বিকল্প হিসেবে প্রচার করা হলেও এটি নিকোটিন আসক্তি বজায় রাখে ও নতুন প্রজন্মকে আসক্তির দিকে ঠেলে দিতে পারে।

বিশ্বে কারা তৈরি করছে

বিশেষজ্ঞরা জানান, যুক্তরাষ্ট্রের বৃহৎ তামাক কোম্পানি ‘ফিলিপ মরিস’ নিকোটিন পাউচ তৈরি করছে। এই কোম্পানিটি মূলত মার্লবোরো সিগারেট ব্র্যান্ডের জন্য পরিচিত, যা বিশ্বের সবচেয়ে বিক্রিত সিগারেট ব্র্যান্ডগুলোর একটি। এর মূল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। কোম্পানিটি বিশ্বের ১৮০টিরও বেশি দেশে তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণন করে। 

ফিলিপ মরিসের নিকোটিন পাউচ ব্র্যান্ডের নাম- জিন (জেডওয়াইএন)। এটি বর্তমানে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বহু দেশে বিক্রি হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন