ফতুল্লায় গ্যাস পাইপ লিকেজে আগুন, দগ্ধ ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৯, ২২ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের পাইপ লাইন লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে যায় একটি থাই অ্যালুমিনিয়ামের দোকান। এতে দগ্ধ হন দোকানকর্মী শাওন (২২)। স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও আহত শাওনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত নির্মাণাধীন দ্বিতল সড়কের পাইলিং কাজ চলার সময় ড্রিল মেশিনের আঘাতে পাইপ লিকেজ হয়। ওই স্থান থেকে গ্যাস বের হয়ে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় শাওন দোকানের ভেতরে নামাজ পড়ছিলেন। আচমকা আগুনের শিখা তার শরীরে লেগে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তারা আরও জানান, এলাকাটিতে দীর্ঘদিন ধরেই গ্যাস লিকেজের সমস্যা ছিল। আগেও একাধিকবার ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি তিতাস কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আবদুল হালিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিতাস গ্যাসের পাইপ লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়। আমাদের দুইটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর থেকে ফতুল্লা থানা ও জেলা সদরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, এতে বিপাকে পড়েন কয়েক লাখ মানুষ।
তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মামুনার রশিদ জানান, রাস্তা খোঁড়ার সময় অসাবধানতাবশত ড্রিল মেশিনে পাইপ ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। খবর পাওয়ার পরপরই গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। রাত সাড়ে ১১টার দিকে লিকেজ মেরামতের কাজ শেষ করে সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। কিছু এলাকায় ইতিমধ্যে গ্যাস পৌঁছেছে, বাকিগুলোতেও দ্রুত সরবরাহ চালু হবে বলে তিনি জানান।