বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

 শিশু ধর্ষণ চেষ্টার সন্দেহে দাদিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৬:২৫, ২২ অক্টোবর ২০২৫

 শিশু ধর্ষণ চেষ্টার সন্দেহে দাদিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টার সন্দেহকে কেন্দ্র করে ভয়াবহ এক হত্যাকাণ্ড ঘটেছে। অভিযোগ উঠেছে, তুচ্ছ বাগবিতণ্ডার জেরে ৬৫ বছর বয়সী ফুলবলী রবিদাস নামের এক বৃদ্ধা নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর রাতে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় ৪ থেকে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে স্থানীয়ভাবে গুঞ্জন ওঠে। এ নিয়ে সন্দেহভাজন আবুয়া রবিদাস (৪০) ও শিশুটির পরিবারের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আবেগের বশে আবুয়া রবিদাস শিশুটির দাদি ফুলবলী রবিদাসের ওপর দা দিয়ে হামলা চালান।

গুরুতর আহত অবস্থায় ফুলবলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বুধবার (২২ অক্টোবর) ভোরে তিনি মারা যান। নিহতের স্বামী মহেষ চন্দ্র রবিদাস জানিয়েছেন, ‘শুধু সন্দেহের জেরেই আমার স্ত্রীকে এভাবে মেরে ফেলা হলো।’

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি জানান, অভিযুক্ত আবুয়া রবিদাসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি বলেন, `ঘটনাটি মূলত শিশু ধর্ষণ চেষ্টার সন্দেহ থেকে সৃষ্ট বিরোধের জেরেই ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।‘

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন, `একটি সন্দেহ কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, ফুলবলী রবিদাসের মৃত্যু তার নির্মম উদাহরণ।‘
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি