বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

লোপেজের হ্যাটট্রিকে গোলবন্যা

অলিম্পিয়াকোসকে উড়িয়ে দিল বার্সা

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৯:২৬, ২২ অক্টোবর ২০২৫

অলিম্পিয়াকোসকে উড়িয়ে দিল বার্সা

অলিম্পিয়াকোসকে ৬–১ ব্যবধানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ছবি: সংগৃহীত

ফেরমিন লোপেজের ঝলমলে হ্যাটট্রিক আর মার্কাস র‍্যাশফোর্ডের জোড়া গোল—এই দুই তারকার নৈপুণ্যে অলিম্পিয়াকোসকে ৬–১ ব্যবধানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। তবে ম্যাচটিতে বিতর্কের ঝড় উঠেছে দ্বিতীয়ার্ধের শুরুতে এক প্রশ্নবিদ্ধ লাল কার্ডকে ঘিরে।

ক্যাম্প ন্যুতে শুরু থেকেই ছিল স্বাগতিকদের দাপট। সপ্তম মিনিটেই লামিন ইয়ামালের শট ফিরিয়ে দেন অলিম্পিয়াকোস গোলরক্ষক, কিন্তু রিবাউন্ডে বল পেয়ে জালে জড়ান ফেরমিন লোপেজ।

২২ বছর বয়সী এই মিডফিল্ডার ৩৯তম মিনিটে দ্বিতীয় গোলটিও করেন। পেদ্রির পাস থেকে কিশোর দ্রো ফার্নান্দেজের নিখুঁত থ্রু বল পেয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশ করেন লোপেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতে অলিম্পিয়াকোসের কিছুটা আশা জাগে। ৫০তম মিনিটে আয়ুব এল কাবির হেডে বল জালে জড়ায়, কিন্তু ভিএআরের রিভিউতে সেটি অফসাইড ধরা পড়ে।

তবে একই রিভিউতেই দেখা যায়, বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়ার হাতে বল লেগেছিল। ফলে পেনাল্টি পায় অতিথিরা, আর ৫৪তম মিনিটে এল কাবি ব্যবধান কমান।

এরপরই আসে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। ৫৭তম মিনিটে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়তে হয় সান্তিয়াগো হেজ্জেকে। রিপ্লেতে দেখা যায়, তিনি প্রতিপক্ষের মুখে সামান্য স্পর্শ করেছিলেন—তবু দ্বিতীয় হলুদ হওয়ায় ভিএআর হস্তক্ষেপ করতে পারেনি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় অলিম্পিয়াকোসের খেলোয়াড় ও কোচ।
একজন বেশি নিয়ে সুবিধা পেয়ে বার্সা আবারও গতি বাড়ায়। ৬৮তম মিনিটে র‍্যাশফোর্ডকে ফাউল করায় পেনাল্টি পায় দল, তা থেকে গোল করেন ইয়ামাল।
এরপর র‍্যাশফোর্ড নিজেই বক্সের ভেতর থেকে চতুর্থ গোলটি করেন।

৭৫তম মিনিটে ফেরমিন লোপেজ তার হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এবং ৭৯তম মিনিটে কাউন্টার আক্রমণ থেকে র‍্যাশফোর্ডের আরেকটি গোল—সব মিলিয়ে ৬–১ ব্যবধানে দারুণ জয় নিশ্চিত করে কাতালানরা।

এই জয়ে গ্রুপ শীর্ষে থাকা বার্সেলোনা এখনো অপরাজিত, আর ফেরমিন লোপেজের এই হ্যাটট্রিক হয়ে থাকল তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্সগুলোর একটি।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করলো সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি