সুইজারল্যান্ড সফর বাতিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৫২, ২২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো অনূর্ধ্ব–২১ বিশ্বকাপ হকিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। ভারতের ভুবনেশ্বরে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রস্তুতিতে দলটি সম্প্রতি মালয়েশিয়ায় কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এরপর পরিকল্পনা ছিল সুইজারল্যান্ড সফরের—যেখানে স্বাগতিক দেশ ও অস্ট্রিয়ার বিপক্ষে চারটি ম্যাচ নির্ধারিত ছিল। তবে শেষ পর্যন্ত সেই সফর বাতিল হতে চলেছে ভিসা জটিলতায়।
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানিয়েছেন, ২৬ সদস্যের বহরের মধ্যে এখন পর্যন্ত মাত্র একজন খেলোয়াড়ের ভিসা হয়েছে। বাকিদের বিষয়ে সুইস দূতাবাস জানিয়েছে, স্বল্প সময়ে এতজনের ভিসা দেওয়া সম্ভব নয়।
তিনি বলেন,“আমাদের দলের সুইজারল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না বলে অনেকটা নিশ্চিত হয়েছি। ভিসার জন্য স্লটই পাওয়া যাচ্ছে না। ওরা বলেছিল আরও আগে আবেদন করতে, কিন্তু আমন্ত্রণপত্র আমরা পেয়েছি কিছু দিন আগে। এখন আর কিছু করার নেই।”
হকি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল (২৩ অক্টোবর) ভিসা সংক্রান্ত সবকিছু চূড়ান্ত হবে। তবে বর্তমান পরিস্থিতিতে দলের সুইজারল্যান্ড সফর কার্যত বাতিল ধরে নিয়েই প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে, ডাচ কোচ সিগফ্রিড আইকম্যানের অধীনে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুশীলন চলছে পুরোদমে। দলীয় কৌশল, পেনাল্টি কর্নার রুটিন ও শারীরিক ফিটনেসের উপর জোর দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপ সফর বাতিল হলে দলটি আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতা থেকে বঞ্চিত হবে, যা বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বড় ধাক্কা হতে পারে। তবু ফেডারেশন আশাবাদী—দেশে থেকেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ইতিহাস গড়ার লক্ষ্যে লড়বে তরুণরা।