বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

সড়ক দুর্ঘটনা ঈমানি দুর্বলতার বহিঃপ্রকাশ

মাইসারা জান্নাত

প্রকাশ: ২৩:৫১, ২২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৫৯, ২৩ অক্টোবর ২০২৫

সড়ক দুর্ঘটনা ঈমানি দুর্বলতার বহিঃপ্রকাশ

হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ঈমানের সর্বোচ্চ স্তর হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা, আর সর্বনিম্ন স্তর হলো রাস্তায় থাকা কষ্টদায়ক বস্তু (সামান্য কাঁটা) সরিয়ে দেওয়া। (সহিহ মুসলিম) সুতরাং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা, রাস্তাকে মানুষ চলাচলের জন্য নিরাপদ রাখা ঈমানের অংশ। তাই সড়কে প্রাণহানি কেবল দুর্ঘটনা নয়, এটি আমাদের ঈমানি দুর্বলতা, সামাজিক উদাসীনতা ও নৈতিক অবক্ষয়েরও গভীর প্রতিচ্ছবি।

মানুষের প্রাণরক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইসলাম। প্রাণনাশ করে বা প্রাণনাশের পরিস্থিতি তৈরি করে এমন সব মাধ্যম বা কর্মকাণ্ডকে ইসলাম জোরালোভাবে নিষেধ করেছে। তাই তো অন্যায়ভাবে কাউকে হত্যা করাকে পুরো মানবজাতি হত্যা করার শামিল বলে আখ্যায়িত করা হয়েছে। হত্যা বা প্রাণনাশ তো অনেক দূরের আলাপ, রাস্তাঘাটে মানুষের চলাফেরায় যেন ন্যূনতম কোনো কষ্ট না হয়, সেজন্য রাস্তায় পড়ে থাকা কষ্টদায়ক বস্তু সরানোকে ঈমানের অংশ হিসেবে সাব্যস্ত করা হয়েছে।

ইসলাম যেখানে মানুষের চলাফেরার ক্ষেত্রে সামান্য বিঘ্নতা দূর করাকে ঈমান বলে আখ্যায়িত করেছে, সেখানে আমাদের মতো ৯০ শতাংশ মুসলমানের দেশে বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ শুধু সড়ক দুর্ঘটনাতেই মারা যাচ্ছে। এই যে সড়কে এত দুর্ঘটনা, এত প্রাণনাশ, এ ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে না পারলে পরোক্ষভাবে ঈমান ও ইসলামই ক্ষতিগ্রস্ত হবে।

আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পরিবহন ও সড়ক খাতে দুর্নীতি, ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য করা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এর পেছনে প্রধানতম দায়ী।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিগত একযুগে বাংলাদেশে  ৬৭ হাজার ৮৯০টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত এবং ১ লাখ ৬৫ হাজার ২১ জন আহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি শুধুমাত্র গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই তথ্য পেলেও দেশের হাসপাতালগুলোর চিত্র বলছে হতাহতের সংখ্যা কয়েকগুণ বেশি।

ইসলাম যেখানে রাস্তায় পড়ে থাকা কাঁটা বা পাথর সরিয়ে দেওয়াকেও ঈমানের অংশ বলে ঘোষণা করেছে, সেখানে সড়কে এমন বিশৃঙ্খলা ও প্রাণহানি আমাদের ধর্মীয় চেতনার গভীর সংকটের ইঙ্গিত দেয়। সড়কে প্রতিদিন যে মানুষগুলো প্রাণ হারাচ্ছে, তারা শুধু দুর্ঘটনার শিকার নয়, তারা আমাদের দেশের কর্তা শ্রেণীর দুর্নীতি, সামাজিক অবহেলা, দায়িত্বহীনতা ও ঈমানি শৈথিল্যেরও শিকার।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের, জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করল সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা, আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী, চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি