মস্কো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৭:১৩, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:১৭, ২০ অক্টোবর ২০২৫

রাশিয়ায় ২৩তম মস্কো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছেন ইরানের খ্যাতনামা কারি ইসহাক আবদুল্লাহি। গত শনিবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের ৩০টি দেশের প্রতিযোগীরা অংশ নেন।
এই প্রতিযোগিতার আয়োজন করে রাশিয়ার মুসলিমদের ধর্মীয় সংগঠন স্পিরিচুয়াল অ্যাডমিনিস্ট্রেশন অব মুসলিমস অব রাশিয়া (এসএএমআর)। সহযোগিতায় ছিল সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ বিন যায়েদ ইউনিভার্সিটি ফর হিউম্যানিটিজ।
প্রতিযোগিতাটি ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মস্কো ক্যাথেড্রাল মসজিদে অনুষ্ঠিত হয় এবং শেষ দিনে কসমস হোটেল কনসার্ট হলে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
তেলাওয়াত বিভাগে ইরানি কারি ইসহাক আবদুল্লাহি প্রথম স্থান অর্জন করেন। যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করেন লেবাননের মুহাম্মদ আল-ফাওয়াল ও মালয়েশিয়ার আইমান রিদওয়ান মুহাম্মদ রামলান। তৃতীয় স্থান অর্জন করেন ইন্দোনেশিয়ার আরদিয়ানসিয়াহ আবু বকর।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার গ্র্যান্ড মুফতি ও এসএএমআর-এর চেয়ারম্যান রাভিল গায়নুদ্দিন। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতা কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি আল্লাহর কিতাবকে কেন্দ্র করে সবাইকে একত্র করে, সৎকাজে অনুপ্রাণিত করে, ঈমানকে দৃঢ় করে এবং মানুষকে কোরআনের শিল্পসৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।’
প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ও এসএএমআর-এর ডেপুটি চেয়ারম্যান মুফতি রুশান আব্বাসভ বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুধু আধ্যাত্মিক অনুপ্রেরণার উৎস নয়, বরং এটি ধর্মীয় কূটনীতি ও সাংস্কৃতিক সহাবস্থানের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন।’
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তেলাওয়াতের ক্ষেত্রে তাজবিদ ও সুরেলা উচ্চারণে দক্ষতা প্রদর্শন করেন। তাদের অধিকাংশই নিজ নিজ দেশে জাতীয় পর্যায়ের বিজয়ী ছিলেন।
ইরানের কারি ইসহাক আবদুল্লাহি কুম প্রদেশের বাসিন্দা এবং হজরত মাসুমা (রহ.) ও জামকারান মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইরানের ৪৭তম জাতীয় কোরআন প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করেছিলেন।
গ্র্যান্ড মুফতি গায়নুদ্দিনের ভাষায়, ‘কোরআনের এই প্রতিযোগিতা মানুষকে এক ছাতার নিচে এনে আল্লাহর কালামকে হৃদয়ে ধারণ করার এক মহিমান্বিত আহ্বান।’