সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

স্টেপ ফুটওয়্যারের শুভেচ্ছাদূত হলেন তৌসিফ মাহবুব

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ১৭:৪৫, ২০ অক্টোবর ২০২৫

স্টেপ ফুটওয়্যারের শুভেচ্ছাদূত হলেন তৌসিফ মাহবুব

দেশের জনপ্রিয় জুতার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। প্রতিষ্ঠানটির নতুন শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। 

গতকাল ১৯ অক্টোবর (রবিবার) থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠানটির নতুন টেলিভিশন কমার্শিয়ালের (টিভিসি) শুটিং। ব্র‍্যান্ড নিউ ডিজাইনের পণ্যকে ঘিরে নির্মিত হবে এই টিভিসি। চিত্রায়িত হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে।

প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে তৌসিফ বলেন, "স্টেপ ফুটওয়্যার দীর্ঘদিন ধরেই মানসম্মত ও ট্রেন্ডি ডিজাইনের পণ্যের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। তাদের সঙ্গী হতে পেরে ভালো লাগছে। নতুন এই টিভিসির মাধ্যমে ব্র্যান্ডটি আরও আধুনিক, আকর্ষণীয় ও তারুণ‍্য নির্ভর উপস্থাপনায় হাজির হচ্ছে। বিজ্ঞাপনটি নির্মাণ করবে  শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা 'অ্যাড সাইন'। আশা করছি ভালো একটি কাজ হতে যাচ্ছে।"

১৯৮৯ সাল থেকে বিজ্ঞাপন চিত্রে সৃজনশীলতা, নান্দনিকতা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করা বিজ্ঞাপনী সংস্থা 'অ্যাড সাইন' এর সত্ত্বাধিকারী জহিরুল ইসলাম জানান, "তৌসিফের ইমেজ ও আমাদের পণ্যের গুনগত মান এবং জনপ্রিয়তার কম্বিনেশন ক্রেতা, দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা আমাদের।"

তিনি আরও জানান, "আগামী সপ্তাহেই টিভিসির পোস্ট-প্রোডাকশন শেষে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে। টিভিসিতে মুখ্য ভূমিকায় থাকবেন তৌসিফ মাহবুব। সঙ্গে থাকবে এই প্রজন্মের বেশ কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকারা।"

আরও পড়ুন