চবি শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১:১২, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৪৫, ২০ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকার সাগরতীরের কাশবন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী শামীম মাকসুদ খান জয়ের (২৬) হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ জয়কে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, “রবিবার সন্ধ্যায় সাগরতীরে কাশবনের ভেতরে হাত-পায়ের রগ কাটা অবস্থায় জয়কে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে টহলরত সদস্যরা ঘটনাস্থলে যান এবং উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
রাত ২টার দিকে নিহতের স্বজনরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল গিয়ে লাশ শনাক্ত করেন।
নিহত শামীম ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে চবির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে মাস্টার্সে ভর্তি হন। তার বাড়ি বরিশাল জেলায়, তবে নগরের বন্দর আবাসিকের বড়পোল এলাকায় মা-বাবাসহ বসবাস করতেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, “জয় নিজেই আত্মহত্যা করেছেন, নাকি কেউ ডেকে নিয়ে খুন করেছেন, নাকি ছিনতাইয়ের শিকার হয়েছেন—সব দিক বিবেচনায় তদন্ত চলছে। এখনও কোনো ক্লু পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, “রবিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে যান। কিন্তু রক্তাক্ত অবস্থায় জয়কে দেখে ভয় পেয়ে কেউ ধরেননি। একজন ৯৯৯-এ কল করেন, এরপর পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে নেয়।”
তিনি আরও বলেন, “একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি জয়ের কাছে জানতে চান কী হয়েছে এবং ভিডিও করার চেষ্টা করেন। তখন জয় কিছু বলেননি। পরে ক্যামেরা বন্ধ করলে জানান, ঘটনাটি তিনি নিজেই করেছেন। ঘটনাস্থল থেকে একটি ‘এন্টি কাটার’ উদ্ধার করা হয়েছে। আমরা সব তথ্য যাচাই করছি—এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।”
নিহতের পরিবার ঘটনাটি নিয়ে বিভ্রান্ত অবস্থায় আছে। তারা এখনও বলতে পারছেন না, জয় নিজে আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে।
বন্দর থানার ওসি ও নগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জয়ের মোবাইল ফোন ও উদ্ধার করা ‘এন্টি কাটার’ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।