সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

আলিম পরীক্ষায় শূন্য ফলাফল

উল্লাপাড়ার দুই মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪৭, ২০ অক্টোবর ২০২৫

উল্লাপাড়ার দুই মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৫ শিক্ষাবর্ষের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশের পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুইটি মাদ্রাসায় শূন্য ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পুকুরপাড় ফাজিল মাদ্রাসা ও বন্যাকান্দি আলিম মাদ্রাসা—এই দুই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এ বছর আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

পুকুরপাড় ফাজিল মাদ্রাসায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলেও একজনও পাস করতে পারেনি। অথচ ওই মাদ্রাসায় এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন ১২ জন—যার মধ্যে ৬ষ্ঠ গ্রেডের ৬ জন এবং ৭ম গ্রেডের আরও ৬ জন শিক্ষক আছেন। নিয়মিত সরকারি বেতন সুবিধা ভোগ করলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাবাসীর মধ্যে।

একই অবস্থা বন্যাকান্দি আলিম মাদ্রাসারও। সেখানে ১০ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউই উত্তীর্ণ হয়নি। তবে মাদ্রাসার সুপার মিজানুর রহমান দাবি করেছেন, আলিম বিভাগে কোনো এমপিওভুক্ত শিক্ষক না থাকায় ক্লাস হয়নি, ফলে শিক্ষার্থীরা সঠিক প্রস্তুতি নিতে পারেনি।

শিক্ষা পরিস্থিতির এমন অবনতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সোমবার (২০ অক্টোবর) দুটি মাদ্রাসাকেই ‘কারণ দর্শানোর নোটিশ’ দেওয়া হয়েছে। নোটিশে জানতে চাওয়া হয়েছে—নিয়মিত শিক্ষকদের উপস্থিতি, পাঠদানের মান, এবং পরীক্ষার ফলাফল বিপর্যয়ের দায় কার ওপর বর্তাবে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলছেন, `সরকার যেখানে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে কোটি কোটি টাকা ব্যয় করছে, সেখানে শিক্ষক-শিক্ষার্থীর এমন অনাগ্রহ দুঃখজনক।‘
এ বিষয়ে শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন