সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

জোবায়েদ হত্যা: পুলিশের হাতে সঠিক তথ্য, কাল আসছে ‘সুসংবাদ’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৮:৪৬, ২০ অক্টোবর ২০২৫

জোবায়েদ হত্যা: পুলিশের হাতে সঠিক তথ্য, কাল আসছে ‘সুসংবাদ’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলায় নতুন অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি।

রবিবার জোবায়েদের জানাজা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, `সঠিক তথ্য আমাদের কাছে আছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব প্রকাশ করা যাচ্ছে না। আশা করছি আগামীকাল সকাল ১০টার মধ্যে সুসংবাদ দিতে পারব।’

ডিসি আহসান আরও বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে। এসব তথ্য বিশ্বাস না করার অনুরোধ করছি। হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সময় লাগলেও প্রকৃত ঘাতককেই গ্রেফতার করা হবে।’

ছাত্রদল নেতার দাবি: ‘আমরা প্রকৃত আসামির গ্রেপ্তার চাই’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেন, ‘জোবায়েদের বড় ভাই সৈকত ৪৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন—কিন্তু জোবায়েদ সে খুশির খবর জানতেও পারল না। আমরা প্রকৃত হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার চাই। কোনো ফাঁকফোকর দেখতে চাই না।’

শিক্ষক সমিতির আলটিমেটাম
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন জানান, ‘আগামী দুদিন বিশ্ববিদ্যালয়ে শোকসভা ও শোকর‍্যালি পালিত হবে। আমরা প্রশাসনকে ১০ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আমলে পুলিশের আচরণ যেমন ছিল, এখনো সেই ধারা চললে তা মানা হবে না। আমার শিক্ষার্থীর বাবা ও চাচাকে পাঁচ ঘণ্টা বসিয়ে রাখার ব্যাখ্যা চাই। আমরা নিরাপত্তা চাই, প্রতিশোধ নয়।’
জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘আমরা শুরু থেকেই আছি, এবং প্রকৃত অপরাধী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত থাকব। প্রশাসনের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

গত রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডে টিউশনি করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন জোবায়েদ হোসেন। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে তিনি তিনতলায় পড়ে মারা যান। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভ নেমে এসেছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন