সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ ৮০ বার, নিহত ৯৭ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৯:৩৬, ২০ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ ৮০ বার, নিহত ৯৭ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩০ জনেরও বেশি, জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দফতর।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পর ইসরায়েল অন্তত ৮০ বার এই চুক্তি লঙ্ঘন করেছে।

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে বারবার বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে। ট্যাংক, ড্রোন, দূরনিয়ন্ত্রিত ক্রেন ও যুদ্ধবিমান ব্যবহার করে আবাসিক এলাকায় গুলি ও গোলাবর্ষণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোকে আগুনের বলয়ে পরিণত করছে। জাতিসংঘ এবং যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্রগুলোর প্রতি আমরা জরুরি হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছি।’

যুদ্ধবিরতি পরিকল্পনা ও বাস্তবতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি হয়। এর আওতায় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, বন্দি বিনিময় ও মানবিক সহায়তা প্রবেশের শর্ত ছিল। তবে বাস্তবে সেই অঙ্গীকারের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না—বরং সংঘর্ষ আরও জটিল রূপ নিচ্ছে।

দুই বছরের রক্তাক্ত সংঘাত

গাজায় চলমান এই যুদ্ধে গত দুই বছরে ৬৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ। বিধ্বস্ত হয়েছে গাজার অধিকাংশ অবকাঠামো—বাসাবাড়ি, স্কুল, হাসপাতাল ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরও ইসরায়েলের আগ্রাসন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এভাবে শান্তি প্রক্রিয়া এগোনো সম্ভব নয়—বরং এটি পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন