ট্রাম্পের হুঁশিয়ারি
পুতিনের সঙ্গে সমঝোতা না করলে ইউক্রেন ধ্বংস হবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৪২, ২০ অক্টোবর ২০২৫

ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গত শুক্রবারের এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার শর্তে যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য চাপ দিয়েছেন বলে দাবি করেছে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করেছেন— যদি ইউক্রেন মস্কোর প্রস্তাব না মানে, তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটিকে “ধ্বংস করে দেবেন”।
এফটির এর বরাত দিয়ে জানানো হয়, ট্রাম্প বৈঠকে দনবাসের পুরো পূর্বাঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন। এটি রুশ প্রেসিডেন্ট পুতিনের আগের দিন ফোনালাপে উত্থাপিত একই বক্তব্যেরই পুনরাবৃত্তি ছিল। তবে শেষ পর্যন্ত জেলেনস্কি আলোচনায় ট্রাম্পকে রাজি করাতে সক্ষম হন যে আপাতত যুদ্ধক্ষেত্রের বর্তমান লাইনেই সংঘাত স্থগিত রাখা উচিত।
প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের অবস্থান ছিল যুদ্ধের অবসান ঘটিয়ে “শান্তি স্থাপন” করা; কিন্তু ইউক্রেন মনে করছে, এটি প্রকৃতপক্ষে আত্মসমর্পণের সমান। জেলেনস্কি হোয়াইট হাউসে যান যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র ও সামরিক সহায়তা প্রত্যাশা করে— কিন্তু বৈঠকে ট্রাম্প বেশি আগ্রহ দেখান ‘সমঝোতা সূত্র’ বের করতে।
আরও জানায়, বৈঠকের আগের দিন পুতিন ট্রাম্পকে ফোনে জানান— রাশিয়া দক্ষিণ ফ্রন্টের খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের ক্ষুদ্র কিছু অংশ বিনিময়ে দনবাসের বৃহত্তর অঞ্চল পেতে চায়। এই প্রস্তাব তার ২০২৪ সালের আগের দাবির তুলনায় কিছুটা ‘নরম’, কারণ তখন ক্রেমলিন চেয়েছিল পুরো দনবাসসহ খেরসন ও জাপোরিঝিয়া— প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার এলাকা— ইউক্রেন থেকে ছিনিয়ে নিতে।
ট্রাম্প ও পুতিন বৃহস্পতিবার সম্মত হয়েছেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে তারা বুদাপেস্টে দ্বিতীয় শীর্ষ বৈঠক করবেন। গত ১৫ আগস্ট আলাস্কায় অনুষ্ঠিত প্রথম বৈঠকটি কোনও উল্লেখযোগ্য সাফল্য আনতে পারেনি। এবার বুদাপেস্টে নতুন কোনও ‘সমঝোতা সূত্র’ বের হয় কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহল নজর রাখছে।