বাঞ্ছারামপুরে শাশুড়িকে হাতুড়ি পিটিয়ে হত্যা, পুত্রবধূ লিপি আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৯, ২০ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে। নিহতের নাম পারুল বেগম (৬৫)। অভিযুক্ত পুত্রবধূ লিলি আক্তার (২৭) কে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার পৌরশহরের আসাদনগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব লেগেই থাকত। রবিবার রাতে লিলি আক্তার তার মেয়েকে পড়াচ্ছিলেন—সেই সময় শাশুড়ি পারুল বেগমের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লিলি শাশুড়ির হাতে থাকা হাতুড়ি ছিনিয়ে নিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পারুল বেগমের।
পরে হত্যার ঘটনা আড়াল করতে মরদেহ ঘরের দরজার সামনে রেখে লিলি চিৎকার শুরু করে বলে—‘বাইরের লোকজন শাশুড়িকে হত্যা করে পালিয়ে গেছে।’ প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বাঞ্ছারামপুর থানার ওসি হাসান জামিল খান সমাজকালকে জানান, ‘পুত্রবধূ লিলি আক্তারকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
পুলিশ বলছে, ঘটনাটি একেবারেই পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে, তবে তদন্তে অন্য কোনো প্ররোচনা বা সহায়তার বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, পারুল বেগম শান্ত স্বভাবের নারী ছিলেন, আর লিলির সঙ্গে তার পারিবারিক সম্পর্ক কিছুদিন ধরেই খারাপ চলছিল।