সুপারি বাগানে যুবকের লাশ
আ.লীগ নেত্রীসহ ১০ জনের নামে হত্যা মামলা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫:২৭, ২০ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে আরিফ হোসেন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেত্রী শামছুন্নাহার লিলিসহ ১০ জনের বিরুদ্ধে।
রবিবার (১৯ অক্টোবর) পৌরসভার পশ্চিম কেরোয়া গ্রামের এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পেছনের সাহাবুদ্দিন মৌলভীর বাড়ির পাশে একটি সুপারি বাগান থেকে আরিফের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ হোসেন রায়পুর পৌরসভার গোলাম রহমান সর্দার বাড়ির মানিক মিয়ার মেজো ছেলে এবং স্থানীয় একটি ফার্নিচার দোকানের কর্মচারী ছিলেন।
নিহতের ছোট বোন নাসরিন আক্তার বাদী হয়ে রায়পুর উপজেলা মহিলা লীগের সভানেত্রী শামছুন্নাহার লিলি (৫৫), মামুন সর্দার (৩৫)সহ মোট ১০ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নং-৩২, তারিখ ১৯/১০/২০২৫)।
এজাহারে বলা হয়েছে, কয়েক বছর ধরে নিহত আরিফদের পরিবারের সঙ্গে শামছুন্নাহার লিলি ও মামুন সর্দারের পরিবারের ৪১ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয়ভাবে এক সালিশ বৈঠকে সালিশদাররা ওই জমির দখল আরিফদের পরিবারকে দিতে নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে লিলি ও মামুনের পক্ষের লোকজন আরিফ ও তার বোন নাসরিনকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় এর আগেও তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছিল।
নাসরিন আক্তারের দাবি, শনিবার রাতে পরিকল্পিতভাবে তার ভাইকে বাড়ির পাশে সুপারি বাগানে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ ঝোপের মধ্যে লুকিয়ে রাখা হয়। রবিবার সকালে এলাকাবাসী মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
তিনি বলেন, ‘আমার ভাইয়ের প্রতিবন্ধী স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। আওয়ামী লীগ নেত্রী লিলি, মামুন ও তাদের সহযোগীরা মিলেই আমার ভাইকে হত্যা করেছে। তাদের দ্রুত গ্রেপ্তার চাই।’
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘শনিবার রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয় আরিফ। এরপর সে আর ফিরে আসেনি। পরে সুপারি বাগানে তার লাশ পাওয়া যায়। মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল, পায়ের হাড়ও ভাঙা।’
তিনি আরও জানান, ‘অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।’