সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

বিইউপি শিক্ষার্থী ধর্ষণ

প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও অবশেষে গ্রেপ্তার

সাভার প্রতিনিধি

প্রকাশ: ১৬:৫১, ২০ অক্টোবর ২০২৫

প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও অবশেষে গ্রেপ্তার

সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রোজারিও (৩৭)-কে অবশেষে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুরের কালিগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
সোহেল রোজারিও সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা এবং সন্তোষ রোজারিওর ছেলে।

এর আগে একই মামলায় সহঅভিযুক্ত মিঠু বিশ্বাস (৪৪)-কে রাজধানীর তেজগাঁওয়ের তেঁজকুনিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার আদালতে তোলা হলে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সোহেল রোজারিওকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় প্রাইভেট পড়িয়ে বাসায় ফেরার পথে ভুক্তভোগী তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানাননি তিনি। অবশেষে ১৬ অক্টোবর রাতে সাহস সঞ্চয় করে নিজেই বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১৯) দায়ের করেন।

মামলায় সোহেল রোজারিও ছাড়াও বিপ্লব রোজারিও (৪০) ও মিঠু বিশ্বাসকে আসামি করা হয়েছে। পলাতক বিপ্লবকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেডিকেল টেস্টের মাধ্যমে ফরেনসিক এভিডেন্স সংগ্রহ করা হয়েছে, যা অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় পুলিশ।

ওসি জালাল উদ্দিন বলেন, ‘ফরেনসিক প্রমাণ, পারিপার্শ্বিক সাক্ষ্য ও আসামিদের জবানবন্দির ভিত্তিতে দ্রুততম সময়ে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে এই নৃশংস ঘটনার পর ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা ও বিইউপি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা মানববন্ধন, মোমবাতি প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা দ্রুততম সময়ে সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন