রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার ১
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৮, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:২৭, ২০ অক্টোবর ২০২৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার রাত দেড়টার দিকে উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লকের বাসিন্দা সৈয়দুল আমিনের ছেলে আবুল কালাম (২৭)।
রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এপিবিএন সুত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা এক রোহিঙ্গা যুবককে চ্যালেঞ্জ করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এপিবিএন কৃর্তক এক রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।