সোমবার, ২০ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

রাশিয়ায় এয়ারবাস দুর্ঘটনা: ল্যান্ডিং গিয়ার বিকল, অক্ষত সব যাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭:৪৭, ২০ অক্টোবর ২০২৫

রাশিয়ায় এয়ারবাস দুর্ঘটনা: ল্যান্ডিং গিয়ার বিকল, অক্ষত সব যাত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পুলকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বড় বিপদ এড়াল একটি যাত্রীবাহী উড়োজাহাজ। ল্যান্ডিং গিয়ার বিকল হওয়ায় এয়ারবাস এ৩২০ (A320) মডেলের বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে, তবে ভাগ্যক্রমে ১৬২ জন যাত্রী ও ক্রু সবাই অক্ষত রয়েছেন— জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি ।

সোমবার ভোরে ঘটনাটি ঘটে। বিমানটি আজারবাইজানের রাজধানী বাকুতে যাওয়ার কথা ছিল, কিন্তু অবতরণের আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে পাইলট জরুরি অবতরণ করেন। তাতে বড় দুর্ঘটনা এড়ানো গেলেও কিছুক্ষণের জন্য বিমানবন্দরের কার্যক্রম স্থগিত থাকে। পরে স্বল্প বিরতির পর আবার ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

তবে ঠিক কোন এয়ারলাইন সংস্থা ফ্লাইটটি পরিচালনা করছিল, তা এখনো নিশ্চিত করেনি রিয়া।

বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ফরাসি এয়ারবাস ও মার্কিন বোয়িংয়ের তীব্র প্রতিযোগিতা বিমান নিরাপত্তার মান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। গত সপ্তাহেই প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এয়ারবাস A320 বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বাণিজ্যিক বিমান।

রাশিয়াও গত কয়েক বছরে পুরনো সোভিয়েত বিমান সরিয়ে A320 ও বোয়িং ৭৩৭-এর মতো আধুনিক জেটবিমান ব্যবহারে জোর দিচ্ছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন